অনলাইন টিউশনি/ Online tuition

ভূমিকাঃ

করোনাকালীন সময় যখন লকডাউন থাকার ফলে অনেক শিক্ষকই তাদের টিউশন হারান। ফলে কাজ না থাকার কারণে বহু সমস্যায় পড়তে হয় তাদের। শুধু তাদেরই না স্টুডেন্টরাও ক্ষতির সম্মুখীন হয়। এই সমস্যা সমাধানেই অনলাইন টিউশনের প্রচলন শুরু হয়। বর্তমানে বিশ্বের পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হলেও অনেকে এই অনলাইন টিউশন দেওয়া চালিয়ে যাচ্ছেন। এর ফলে তারা সহজেই তাদের মেধা যাচাই করার পাশাপাশি প্রতিনিয়ত নতুন নতুন স্টুডেন্ট পেয়ে যাচ্ছেন। এর জন্য স্টুডেন্টদেরও অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে না। আর তারাও খুব সহজে তাদের সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে। 

যেভাবে শুরু করা যায়ঃ

ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব সহ অনেক মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার ভিডিও আপলোড দিয়ে টিউশনি করাতে পারেন। এর জন্য যেকোনো গ্রুপ বা চ্যানেল খুলে ভিডিও বানিয়ে আপলোড দিতে হবে। একটি ভিডিও ক্যামেরা, মাইক্রোফোন দিয়ে কাজ শুরু করা যায়। এর বাইরে বোর্ড, মার্কার, খাতা, কলম ইত্যাদি সাথে রাখলে ভালো। ভিউ বৃদ্ধি পেলে ফেসবুক বা ইউটিউবকোম্পানি আপনাকে টাকা প্রদান করবে। এছাড়া আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেলে প্রি-পেমেন্ট পদ্ধতিতে অনলাইনে লাইভ ক্লাস নিতে পারেন। যা আপনার আয়ের পথ আর সমৃদ্ধ করবে।

আয়ঃ

অনলাইন প্ল্যাটফর্মে আয় করতে হলে একটু ধৈর্য ধরতে হবে। কারণ এখানে ভিউ পাওয়ার উপর নির্ভর করে যে কতোটা সফল হওয়া যাবে। একবার নির্ধারিত ভিউ পেয়ে আয় করা শুরু করলে আর পিছন ফিরে দেখতে হব না।

শুভ কামনা রইল।

English version

Online tuition

Introduction:

Many teachers lost their tuition due to the lockdown during the Corona period. As a result, they have to face many problems due to lack of work. Not only them but students also face loss. To solve this problem, online tuition started. Although the situation in the world is more normal than before, many people continue to give this online tuition. As a result, they are getting new students constantly besides checking their merit easily. Students do not have to spend extra money for this. And they are also getting their problems solved very easily.

How to get started:

You can get tutoring by uploading your video completely free through many channels including Facebook page, Facebook group, YouTube. For this, you have to open any group or channel and make a video and upload it. A video camera, microphone can be started. Apart from this, it is better to keep board, marker, notebook, pen etc. Facebook or YouTube Company will pay you money if views increase. Besides, if your popularity increases, you can take online live classes by pre-payment method. Which will enrich your income stream.

Income:

If you want to earn on online platform, you have to be patient. Because how much success depends on getting views here. Once you get scheduled views and start earning, there’s no looking back.

Best wishes.