অনলাইন ব্যবসা / Online business

ভূমিকাঃ

বর্তমান বিশ্বে বেশিরভাগ লোকেরা অনলাইন ওয়েবসাইটে গিয়ে জিনিস কেনা কাটা করতে ভালো বাসে। কারণ, অনলাইনে কম খরচে ভালো জিনিস পাওয়া যায় এবং জিনিস বা পণ্য লোকেরা ঘরে বসেই খুব সহজে পেয়ে যায়। আপনি যদি এই ব্যবসায় ভালোকরে আয়ত্তে আনতে পারেন তাহলে আপনি খুব কম সময়ে অধিক ইনকাম করতে পারবেন।

সুতরাং, ব্যবসায় লাভবান হতে এবং অধিক ইনকাম করতে চাইলে অনলাইন shopping store বা shopping website বানাতে পারেন। শপিং ওয়েবসাইট বানাতে আপনার বেশি খরচ হবেনা। আপনি কোনো website developer কে দিয়ে ১৫ থেকে ২০ হাজারে একটি শপিং স্টোর বানিয়ে নিতে পারবেন।অথবা নিজেই ঘরে বসে Word Press এর মাধ্যমে একটি ফ্রি শপিং ওয়েবসাইট বানিয়ে নেওয়া যায়।

অনলাইন শপিং ওয়েবসাইট বানানোর উপায়ঃ

Word Press এর দ্বারা একটি ফ্রি অনলাইন শপিং ওয়েবসাইট বানাতে সবার প্রথমে শপিং ওয়েবসাইটের নাম নি্ধারণ করতে হবে। এরপর সেই নাম ব্যাবহার করে ডোমেইন ক্রয় করতে হবে। ডোমেইন ক্রয় করে ওয়েবসাইট বানানো আরও সহজ হয়ে উঠে। এক্ষেত্রে ডোমেইনটি খালি আছে কিনা তা দেখতে হবে। এছাড়াও namecheap.com এর ব্যাবহার করে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করা সহজ। হোস্টিং ক্রয় করার পরে ওয়েবসাইটটি বানাবেন। এটি ব্রান্ড ভ্যালু তৈরি করে। এরপর পণ্যের তালিকা আপলোড করতে হবে। আর সোর্সিং করতে হবে। ঢাকার ভিতর পল্টন, চকবাজার ইত্যাদি স্থান থেকে পণ্য সোর্স করা যায়। আর যারা ঢাকার বাইরে তারা নিজেদের আশে-পাশের বাজার থেকে পন্য সরবরাহ করতে পারেন। মনে রাখতে হবে যাতে শুরুতেই পণ্য স্টকে না আনা হয়। অর্ডার পাওয়ার পর পণ্য এনে বা সরাসরি ডেলিভারি দেওয়া যেতে পারে। এক্ষেত্রে নিজস্ব অথবা কোন ডেলিভারি কোম্পানির মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া যেতে পারে। ফেসবুক পেজ তৈরি করে পণ্যের বিজ্ঞাপন দেওয়া সহজ হবে। এর মাধ্যমে নতুন এবং অধিক ক্রেতার নিকট পৌঁছানো সম্ভব। এছাড়াও গুগল অ্যাড এবং এসিও এর মাধ্যমে ক্রেতা আকর্ষণ সৃষ্টি এবং উপার্জন করা সহজ। একবার এসিওর থেকে উপার্জন হতে থাকলে বিজ্ঞাপন ছাড়াই অর্ডার পাওয়া এবং উপার্জন করা সহজ। বাংলাদেশে বহুল ব্যবরিত অনলাইন শপিং ওয়েবসাইটগুলো হল- দারাজ, bd shoping.com ইত্যাদি।

নিজের অনলাইন শপিং ওয়েবসাইট বানানোর আগে অবশ্যই পণ্যরে ব্যপারে ভাবতে হবে। মানে, আপনি অনলাইনে কি বিক্রি করতে চান, তা আগেই ভেবে নিতে হবে।আপনি একটি বা অনেক ধরনের পণ্য নিজের স্টোরে বিক্রি করতে পারবেন। খালি এতটুকু মনে রাখবেন, আপনি যে পণ্য নিয়ে ব্যবসা করবেন তার চাহিদা থাকতে হবে এবং সেই পণ্যে লাভ থাকতে হবে। এর বাইরে, অল্প marketing এবং বুদ্ধি কাজে লাগিয়ে আপনি খুব সহজে নিজের অনলাইন শপিং ওয়েবসাইটটি মানুষের মধ্যে প্রচার করতে পারবেন। এরকম অনলাইন শপিং কাজে লাগিয়ে দারাজের মতো আরও অনেক ওয়েবসাইট আজ কোটি কোটি টাকা কমিয়ে নিয়েছে। তাই, আপনিও যদি কিছু লাভের এবং নতুন রকমের ব্যবসায় আইডিয়া খুঁজে থাকন  তাহলে অনলাইন শপিং ওয়েবসাইটের দ্বারা পণ্য বিক্রি করার ব্যবসা আপনার জন্য লাভদায়ক হতে পারে।

লাভঃ

অনলাইন শপিং ব্যবসা করে খুব অল্প সময় এবং খুব সহজেই লাভবান হওয়া যায়। ১০ থেকে ১৫ হাজার বা তারও কম ইনভেস্ট করে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। এজন্য শুধু একটু ধরজ ধরতে হবে আর পরিশ্রম করতে হবে।

শুভ কামনা রইল।

English version

Introduction:

In today’s world most of the people like to visit online websites to buy things. Because, good things are available online at low cost and people can easily get things or products at home. If you can master this business well then you can earn more in less time.

So, if you want to be profitable in business and earn more, you can create an online shopping store or shopping website. Building a shopping website will not cost you much. You can make a shopping store for 15 to 20 thousand with a website developer. Or you can make a free shopping website at home through Word Press.

Ways to make an online shopping website:

How to make a free online shopping website with Word Press, first of all you need to decide the name of the shopping website. Then use that name to purchase the domain. Building a website becomes easier by purchasing a domain. In this case, check whether the domain is empty. It is also easy to purchase domains and hosting using namecheap.com. Build the website after purchasing the hosting. It builds brand value. Then upload the product list. And sourcing has to be done. Products can be sourced from places such as Paltan, Chakbazar etc. within Dhaka. And those outside Dhaka can supply goods from their nearby markets. It should be remembered that the product is not brought into stock at the beginning. After receiving the order, the product can be picked up or delivered directly. In this case, product delivery can be done by own or through a delivery company. It will be easy to advertise the product by creating a Facebook page. Through this it is possible to reach new and more customers. It is also easy to generate and earn customer traffic through Google Ads and ACO. Once earning from ACO is easy to get orders and earn without advertising. The most popular online shopping websites in Bangladesh are – Daraj, bd shopping.com etc.

Before building your online shopping website, you must think about the product. Meaning, you have to think about what you want to sell online. You can sell one or many types of products in your store. Just remember, the product you are trading must be in demand and the product must be profitable. Apart from this, with a little bit of marketing and intelligence, you can easily promote your online shopping website to people. Many other websites like Daraj have reduced crores of  taka  by using such online shopping. So, if you are also looking for some profitable and new business ideas then selling products through online shopping website can be profitable for you.

Profit:

Online shopping business can be profitable in very short time and very easily. It is possible to earn lakhs of takas by investing 10 to 15 thousand or less. For this, you just have to take a little bit of patience and work hard.

Best wishes.