ইলেকট্রিক পণ্যের ব্যবসা/ Trading in electrical products

ভূমিকাঃ

বর্তমান সময়ে সারা বিশ্বে ইলেকট্রিক পণ্যের চাহিদা দিন দিন বেড়েই চলছে। তাই নতুন করে ব্যবসা আরম্ভ করতে চাইলে ইলেকট্রনিক পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করা যায়। গ্রামীণ বাজারে এধরণের দোকান স্থাপনে লাভবান হওয়া সম্ভব।

যেভাবে আরম্ভ করা যায়ঃ

আপনি চাইলে আপনার এলাকা বা  যেকোনো একটি নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে আপনার ইলেকট্রনিক পণ্যের দোকান স্থাপন করতে পারেন। পর্যাপ্ত পরিমাণের অর্থ ইনভেস্টের জন্য মজুদ না থাকলে দোকান স্থাপনের জন্য ব্যাংক লোনের ব্যবস্থা করতে পারলে আরও ভালো হবে। এরপর দোকানের জন্য একটি সুন্দর এবং আকর্ষণীয় নাম নির্বাচন করতে হবে। দোকানে বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্য যেমনঃ ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন, টিভি, ফ্যান, এসি, আয়রন ইত্যাদি বিক্রয়ের উদ্দেশ্যে রাখার ব্যবস্থা করতে পারেন। সেক্ষেত্রে কোম্পানিগুলোর সাথে বা ব্র্যান্ডগুলোর সাথে ডিলারশিপ এর মাধ্যমে তাদের পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে হবে। দোকানের বাহ্যিক এবং অভ্যন্তরীণ সাজসজ্জার দিকে বিশেষ লক্ষ রাখতে হবে। যত সুন্দর করে ডেকোরেশনের কাজ করা যাবে ততো ভালো ভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। দোকানটি যেহেতু ইলেকট্রনিক পণ্যের সেহেতু অবশ্যই এর বিমা করানো উচিত। এরপর ট্রেড লাইসেন্স, দোকানের রেজিস্ট্রেশন, দোকানের স্থানের রেজিস্ট্রেশন ইত্যাদি আইনি কাগজপত্র তৈরি করিয়ে নিতে হবে। তাছাড়াও পণ্যের দাম নির্ধারণ, GSTI registration, কর্মচারী রাখা, বিজ্ঞাপন ইত্যাদি খরচের বিষয়ের দিকেও খেয়াল রাখতে হবে। এছাড়াও দোকানের গ্যাস, পানি, বিদ্যুৎ বিলের ব্যাপারেও খেয়াল রাখতে হবে। দোকানে পণ্য বিক্রির লাইসেন্স মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তাকে রিনিউ করিয়ে নিতে হবে। তা নাহলে পরিবর্তীতে আইনি ঝামেলা সৃষ্টি হতে পারে। পণ্য স্টোর করে রাখার জন্য দোকানের কাছাকাছিই গোডাউন ভাড়া নিলে ভালো।

আয়ঃ

একটি ইলেকট্রনিক পণ্যের দোকান দেওয়ার জন্য ৩০ থেকে ৪০ লাখের মতো খরচ করতে পারেন। আয় বাড়ার সাথে এর উন্নয়নে চাইলে আরও ইনভেস্ট করতে পারেন। ধৈর্য সহকারে কাজ করতে থাকলে এই ব্যবসা থেকে ভবিষ্যতে ভালো আয় করা সম্ভব।

শুভ কামনা রইল।

English version.

Trading in electrical products

Introduction:

At present, the demand for electrical products is increasing day by day all over the world. So if you want to start a new business, you can start a business with electronic products. It is possible to profit by setting up such shops in rural markets.

How to get started:

If you want you can set up your electronic products store in your locality or focus on any specific area. If you don’t have enough money to invest, it would be better to arrange a bank loan for setting up a shop. Next, choose a nice and catchy name for the store. You can arrange to keep different brands of electronic products like fridge, oven, washing machine TV etc. for sale in the shop. In that case, they have to make arrangements to sell their products through dealerships with companies or brands. Special attention should be paid to the exterior and interior decoration of the shop. The more beautiful the decoration can be done, the better it will be able to attract people’s attention. Since the store is an electronic product, it must be insured. After that legal documents such as trade license, shop registration, shop location registration etc. have to be prepared. Apart from this, the cost of product pricing, GSTI registration, employee retention, advertising etc. should also be taken care of. Also, care should be taken about the gas, water, electricity bills of the shop. The license to sell goods in the shop must be renewed before the expiry date. Otherwise, legal problems may arise in transition. It is better to rent a godown near the shop to store the products.

Income:

You can spend as much as 30 to 40 lakhs to set up an electronic product store. You can invest more if you want to develop it with increasing income. If you work patiently, you can earn good income from this business in future.

Best wishes.