ভূমিকাঃ
আপনার এলাকায় আপনি চাইলে একটি কফির দোকান দিয়ে ছোট ব্যবসার কাজ করতে পারেন। মানুষ আড্ডা দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশের সন্ধান করেন। সেক্ষেত্রে কফি শপ একটি ভালো আইডিয়া হতে পারে।
যেভাবে আরম্ভ করা যায়ঃ
আপনি চাইলে আপনার এলাকায় যেখানে লোক সমাগম বেশি সেখানে একটি দোকান ভাড়া নিয়ে তাকে কফি শপ বানাতে পারেন। কফি মেশিন, কিছু টেবিল-চেয়ার নিয়ে এই কাজ আরম্ভ করা যায়। আর জায়গা কম হলে টুল রাখা যায় বসার জন্য। আপনি চাইলে দোকানে কফির পাশাপাশি বাসায় বানানো বিস্কুটও বিক্রি করতে পারেন। এর ফলে আয়ের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
আয়ঃ
একটি কফি শপের দোকান দেওয়ার জন্য ৫ থেকে ৬ লাখের মতো খরচ করতে পারেন। আয় বাড়ার সাথে এর উন্নয়নে চাইলে আরও ইনভেস্ট করতে পারেন। ধৈর্য সহকারে কাজ করতে থাকলে এই ব্যবসা থেকে ভালো আয় করা সম্ভব।
শুভ কামনা রইল।
English version
Coffee shop
Introduction:
You can run a small business with a coffee shop in your area. People look for the perfect environment to hang out. In that case a coffee shop can be a good idea.
How to get started:
If you want, you can rent a shop in your area where there is a lot of traffic and make it a coffee shop. This work can be started with a coffee machine, some table-chairs. And if the space is less, the tool can be kept for sitting. If you want, you can sell home-made biscuits as well as coffee in the shop. As a result, the amount of income will increase further.
Income:
5 to 6 lakhs can be spent to provide a coffee shop. You can invest more if you want to develop it with increasing income. It is possible to earn good income from this business if you work patiently.
Best wishes.