গাঁদা ফুলের চাষ / Cultivation of marigold flowers

ভূমিকাঃ

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন প্রকার ফুলের চাষ হচ্ছে। এসব ফুল বাণিজ্যিক ভিত্তিতে চাষ করে প্রচুর সফলতা অর্জন করেছেন এ দেশের ফুল চাষিরা। আর তার মধ্যে গাঁদা ফুল একটি। বিভিন্ন উৎসবে এই ফুলের সুঘ্রাণ এবং সৌন্দর্য এক আলাদা মাত্রা যোগ করে। বাংলাদেশে ফুল অন্যতম একটি সম্ভাবনাময় ফসল। শুধু চাষাবাদই নয় এ দেশের উৎপাদিত ফুল এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে। এর ফলে ভাগ্যের চাকা ঘুরছে ফুল চাষিদের।

চাষের পদ্ধতিঃ

বর্তমানে ঋতু ভিত্তিক তিন জাতের গাঁদা ফুলের চাষ করা হয়। এগুলো হলো গরম, বর্ষা এবং শীত এই তিন জাতের। গরম জাতের ফুলের চাষের জন্য সাধারণত এঁটেল দোআঁশ মাটি ফুল চাষের জন্য বেশি উপযোগী। চাষের জমি জাতে নিচু না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যাতে জমিতে পানি জমে না থাকে। সেচ ব্যবস্থা থাকতে হবে। ৩ থেকে ৪ চাষ দিয়ে জমি তৈরি করতে হবে। এবং শেষ চাষ দেওয়ার আগে কেঁচো নাশক প্রয়োগ করতে হবে। এরপর মই দিয়ে মাটি সমান করে নিতে হবে। অগ্রহায়ণ থেকে পৌষ মাসে সাধারণত এ জাতের ফুলের চারা লাগাতে হয়। সাধারণত বাংলাদেশে এই জাতের ফুলের চারা কম উৎপাদিত হয়। ভারতে এই ফুলের চারা ভালো উৎপাদন হয় তাই সেখান থেকে নিয়ে আসাটা উত্তম। চারা হাথে পাওয়ার পরে জমি সম্পূর্ণ তৈরি করে তাতে সেচ দিতে হবে এবং বিকেলে রোদের তাপ কমলে রোপণ করতে হবে। গরম জাতের চারা একটু ঘন করে লাগাতে হয় কারণ এ জাতের চারা মারা যাওয়ার সম্ভাবনা বেশি আবার অনেক গাছে পুরুষ ফুল হয় তাই সে গাছগুল তুলে ফেলতে হয়। চারার মৃত্যু হার কমাতে চারা লাগানোর আগে  একটি পাত্রে পানি নিয়ে তাতে ২ চামচ ডায়াথেন এম-৪৫ মিশিয়ে ৫ মিনিট পরপর তুলে লাগাতে হবে। সঠিকভাবে পরিচর্যা করলে এ জাতীয় গাছ থেকে ৭৫ থেকে৮০ দিনের মধ্যেই ফুল সংগ্রহ করা সম্ভব। গাছট যখন পরিপূর্ণ হবে তখন ফুলের আকারও বড় হবে। আবার শেষের দিকে আকার ছোট হয়ে যাবে। যে ফুলগুলো পরিপূর্ণভাবে ফুটে যাবে সেগুলোকেই বিক্রির জন্য তুলতে হবে। ফুল তুলতে হবে ভোরে এবং রোদ বৃদ্ধি পাওয়ার আগেই তোলা শেষ করতে হবে। তোলার পর ফুলগুলোকে ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে ছড়িয়ে রাখতে হবে। তারপর বিক্রির জন্য প্রস্তুত করতে হবে।

পরিচর্যাঃ

আগাছা পরিষ্কার করে গাঁদা গাছের পরিচর্যা করতে হবে। মাটির আদ্রতা যাচাই করে পর্যাপ্ত পরিমাণের পানির সেচ ব্যবস্থা করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্তি পানি প্রয়োগ না করা হয়। বর্ষাকালে যাতে জমিতে পানি না জন্মে সে জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়াও অতিরিক্ত ডালপালা আর নতুন কুঁড়ি ছাঁটাই করে ফেলতে হবে যাতে গাছ সঠিকভাবে বাড়তে পারে এবং ফুলের সঠিক বিকাশ হয়। নানা ধরণের রোগে আক্রান্ত হতে পারে গাঁদা গাছ। সে জন্য যথারীতি বাজারে নানা ধরণের কীটনাশক রয়েছে তার প্রয়োগ করতে হবে। যে কোন ফসল উৎপাদনের ক্ষেত্রে পরিচর্যাটাই হচ্ছে প্রধান। ফসলের সঠিক পরিচর্যা যদি আপনি না করেন, সঠিক ভাবে সার ও ওষুধ যদি প্রয়োগ না করা হয় তাহলে ফসল উৎপাদনের ক্ষেত্রেও আপনি সফল হবেন না। এজন্য ফুলের চারা লাগানোর পর তার সঠিক পরিচর্যা করাটাই হচ্ছে মূল কাজ।

আয়ঃ

সারা বছর অনেক চাহিদা থাকার ফলে গাঁদা চাষের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি যদি চান তাহলে বাণিজ্যিকভাবে এর চাষ করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।

শুভ কামনা রইল।

English version

Cultivation of marigold flowers

Introduction:

Currently, different types of flowers are being cultivated in different districts of Bangladesh. The flower farmers of this country have achieved a lot of success by cultivating these flowers on a commercial basis. And marigold is one of them. The fragrance and beauty of these flowers add a different dimension to various festivals. Flower is one of the promising crops in Bangladesh. Not only the cultivation but the flowers produced in this country are now being exported to different countries of the world. As a result, the wheel of fortune is spinning for flower growers.

Cultivation method:

At present three types of marigold flowers are cultivated based on season. These are of three types: summer, monsoon and winter. Generally clayey loam soil is more suitable for growing hot varieties of flowers. Care should be taken to ensure that the cultivated land is not low in quality. So that water does not accumulate on the ground. There should be irrigation system. Land should be prepared with 3 to 4 cultivations. And anthelmintics should be applied before the final tillage. After that, the soil should be level with a ladder. Flower seedlings of this variety are usually planted in the month of Agrahayan to Paush. Usually in Bangladesh, the flower seedlings of this variety are less produced. These flower seedlings are produced well in India so it is better to bring them from there. After receiving the seedlings, the land should be completely prepared and irrigated and planted in the afternoon when the heat of the sun subsides. The seedlings of hot varieties should be planted a little thicker because the seedlings of this variety are more likely to die and many plants have male flowers, so those plants have to be removed. To reduce the death rate of seedlings, before planting seedlings, take a container of water and mix 2 spoons of Dithane M-45 in it and apply it continuously for 5 minutes. If properly cared for, it is possible to collect flowers from this type of tree within 75 to 80 days. When the plant is full, the flower size will also be large. Again the size will be smaller towards the end. Only the flowers that are in full bloom should be picked for sale. Flowers should be picked early in the morning and done before the sun rises. After picking, the flowers should be spread in a cool and shaded place. Then prepare for sale.

Care:

The marigolds should be cared for by cleaning the weeds. Adequate amount of water irrigation should be done by checking soil moisture. Care should be taken not to apply excess water. Appropriate measures should be taken to prevent waterlogging in the land during monsoon. Also, excess stems and new buds should be pruned so that the plant can grow properly and flowers develop properly. Marigold plants can be affected by various diseases. For that, as usual, there are various types of pesticides in the market and they have to be applied. Care is the key in any crop production. If you don’t take proper care of the crops, if you don’t apply fertilizers and medicines properly, then you will not be successful in the production of crops. That’s why proper care after planting flower seedlings is the main task.

Income:

Due to the high demand throughout the year, the profitability potential of marigold cultivation is high. If you want, you can earn millions by cultivating it commercially.

Best wishes.