ভূমিকাঃ
বাংলাদেশে শীত ও শীতের শেষভাগে জরবেরার ভালো ফলন হয়। তবে পলি সেড করে চাষ করলে সারা বছর এর ভালো ফলন হয়। আমরা অনেকেই জারবেরাকে কেবল ফুল হিসেবেই চিনি কিন্তু এর নাম জানি না। বর্তমানে এই ফুল বাণিজ্যিক ভাবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। জারবেরা অ্যাস্টারসী গোত্রের একটা ফুল। জার্মানির খ্যাতনামা পরিবেশবিদ ট্রাগোট জারবারের নাম অনুসারে এই ফুলের নাম রাখা হয়েছে জারবেরা। এই ফুল দীর্ঘ সময় পর্যন্ত সতেজ অবস্থায় থাকে বলে ফুল বাজারে এর কদর অনেক বেশি। বাংলাদেশেও এই ফুলের জনপ্রিয়তা লক্ষ্য করা যায়।
জারবেরা চাষের উপায়ঃ
এই ফুল সবধরণের জলবায়ুতে ভালো ফলন হয়। তবে জারবেরা চাষের জন্য প্রচুর সূর্যের আলো পূর্ণ স্থান নির্বাচন করতে হবে। প্রচুর সূর্যালোক যুক্ত খোলা মেলা জায়গায় এই ফুলের ফলন ভালো হয়। চাষের জমিতে ভালো পানির ব্যবস্থা রাখতে হবে এবং গাছের গোঁড়ায় যেন পানি না জমে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। গাছের গোঁড়ায় পানি জমলে গোঁড়া পোঁচে গাছ নষ্ট হয়ে যেতে পারে। জারবেরা চাষের জন্য হালকা দোআঁশ মাটি খুবই উপযোগী। এছাড়া হালকা বেলে মাটিতেও এই ফুলের চাষ হয়। কন্দের মাধ্যমে এই ফুল বংশ বৃদ্ধি করে। এছাড়া টিস্যু কালচার পদ্ধতিতে এর চারা উৎপাদন করা যায়। সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস চারা লাগাতে হয়। জারবেরা সাধারনত রোপনের 7 থেকে 9 মাস পর ফুল দেওয়া শুরু করে। গাছ লাগানোর পর এর প্রতি বিশেষ যত্নবান হতে হত। নিয়মিত আগাছা পরিষ্কার করা, সার প্রয়োগ, রোগ বা কিটের আক্রমণ থেকে রক্ষা করতে কীটনাশকের ব্যবহার ইত্যাদি বিষয় লক্ষ্য রাখতে হবে। লাল, সাদা, হলুদ, ম্যাজেন্টা, গোলাপি ইত্যাদি বিভিন্ন রঙের জারবেরা পাওয়া যায়। সাধারণত এপ্রিল থেকে মে মাসে এর ভালো ফলন হয়। তবে বছরের অন্যান্য সময় ও এই ফুলের ভালো ফলন লক্ষ্য করা যায়।
আয়ঃ
জারবেরা চাষ করে লাভবান হওয়া সম্ভব। এই ফুলের রঙ, গড়ন, দীর্ঘ সময় সতেজ থাকার জন্য বাজারে এর চাহিদা বেশি। তাই জারবেরা চাষ করে লাখ টাকা নিমিষেই আয় করা সম্ভব।
শুভ কামনা রইল।
English version
Gerbera cultivation
Introduction:
Gerbera has a good yield in winter and late winter in Bangladesh. However, if cultivated with silt seeds, it gives good yield throughout the year. Many of us know gerbera only as a flower but don’t know its name. Currently, this flower is becoming increasingly popular commercially. Gerbera is a flower of the Asteraceae family. This flower is named Gerbera after the famous German environmentalist Traugott Gerber. As this flower stays fresh for a long time, it is highly valued in the flower market. The popularity of this flower can also be seen in Bangladesh.
How to grow gerbera:
This flower grows well in all climates. But for gerbera cultivation, you need to choose a place full of sunlight. This flower does best in open areas with plenty of sunlight. A good water system should be maintained in the cultivated land and care should be taken to ensure that water does not accumulate at the roots of the plants. If water accumulates at the root of the tree, the root rot may destroy the tree. Light loamy soil is very suitable for growing gerbera. Besides, this flower is also cultivated in light sandy soil. This flower propagates through tubers. Besides, its seedlings can be produced by tissue culture method. Generally, September to October should be planted. Gerberas usually start flowering 7 to 9 months after planting. After planting the tree, special care had to be taken with it. Regular weeding, application of fertilizers, use of pesticides to protect against diseases or insect attacks etc. should be observed. Gerberas are available in different colours like red, white, yellow, magenta, pink etc. Its best yield is usually from April to May. But good yield of this flower can be observed at other times of the year.
Income:
Growing gerbera can be profitable. The demand of this flower is high in the market for its colour, texture, long freshness. So it is possible to earn lakhs of taka by cultivating gerbera.
Best wishes.