টিস্যু ব্যাগ তৈরির ব্যবসা/ Tissue bag manufacturing business

ভূমিকাঃ

পলিথিনের ব্যবহারের ফলে পৃথিবীর নান ধরণের সমস্যা ধীরে ধীরে বেড়েই চলছে। এর ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। মানুষ এখন এর থেকে রক্ষা পেতে চায়। প্রাণিজগতের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ এই পলিথিনের বিকল্প হিসেবে আস্তে আস্তে টিস্যু ব্যাগের প্রচলন বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে এর প্রচলন চাহিদা আরো বেশি বৃদ্ধি পাবে বলে আসা করা হয়। তাই আমরা চাইলেই ক্ষুদ্র পরিসরে টিস্যু ব্যাগ তৈরির ব্যবসা শুরু করতে পারি।

তৈরি করার উপায়ঃ

টিস্যু ব্যাগ তৈরি করার প্রধান উপাদান হল পলি প্রোপাইলিন নামক এক ধরণের কাপড়। যা চকবাজার, ইসলামপুর সহ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই ব্যাগ তৈরির জন্য ৩ জন দক্ষ লোকের প্রয়োজন। তারা হলেনঃ সুইং অপারেটর ব্যাগ সেলাইয়ের জন্য, কাটিং মাস্টার ও বানানো ব্যাগের বান্ডিল হেল্পার।

সুবিধাঃ

কম খরছে অধিক লাভ করা যায়। উপকরণের সহজ লভ্যতা, জায়গা কম প্রয়োজন হয়, কম সময় ব্যয় হয়, অধিক কারিগরের ও প্রয়োজন হয় না ইত্যাদি। উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হলে সাব কন্টাক্টে ব্যাগ তৈরি করা যায়।

আয়ঃ

৫০ থেকে ১ লাখের মতো মূলধন দিয়ে এই ব্যবসার কাজ আরম্ভ করা যায়। তবে জায়গা ও প্রয়োজন অনুযায়ী এর অনুপাত বাড়ানো ও কমানো যায়। একটি ১২ বাই ১৩ ইঞ্চি আয়তনের কাপড় থেকে ব্যাগ হয় প্রায় ৬০০ টির মতো। ১৫ বাই ১৬ ইঞ্ছির ৪৫০ টির মতো। এছাড়াও আরও অনেক ধরণের সাইজের ব্যাগ পাওয়া যায়। এমন ১০০ টি ব্যাগের বান্ডেল ১৫০ থেকে ৩০০ টাকা এর মত বিক্রয় করা যায়।

শুভ কামনা রইল।

Tissue bag manufacturing business

Introduction:

Due to the use of polythene, the world is slowly increasing it’s various types of problems . As a result the climate is changing. People now want to escape from it. Tissue bags are gradually increasing in popularity as an alternative to polythene, which is highly threatening to wildlife. It is expected that the circulation demand will increase more in the future. So we can start small scale tissue bag manufacturing business if we want.

How to make:

The main material used to make tissue bags is a type of fabric called polypropylene. Which is available in various places including Chok bazar, Islampur etc. 3 skilled people are required to make this bag. They are: Swing operator for sewing bags, cutting master and bundle helper for making bags.

Benefits:

You can earn more by spending less. Easy availability of materials, less space required, less time consumption, no more manpower required etc. If the demand is more than the production, the bags can be made in sub contact.

Income:

This business can be started with a capital of 50 to 1 lakh. However, its ratio can be increased and decreased according to the space and need. A 12 by 13 inch cloth bag makes about 600. Like 450 of 15 by 16 inches. There are also many other bag sizes available. A bundle of 100 such bags can be sold for Taka 150 to Taka 300.

Best wishes.