টি-শার্টের পাইকারি ব্যবসা/ Wholesale business of t-shirts

তুলনামূলকভাবে কম পুঁজি খাঁটিয়ে টি-শার্টের পাইকারি ব্যবসা শুরু করা সম্ভব। আমাদের দেশে টি-শার্ট তৈরি করা হয় এমন অনেক কারখানা রয়েছে।  সেখানে স্বল্পমূল্যে বিশ্বমানের টি-শার্ট তৈরি হয়। সেখান থেকে পাইকারি হারে টি-শার্ট এনে বিভিন্ন স্থানীয় বাজারে বিক্রি করা যেতে পারে। সঠিকভাবে একবার এই ব্যবসা করতে পারলে এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব।

যেভাবে এই কাজ আরম্ভ করা যায়ঃ

ঢাকা শহরে নিউ মার্কেট, গুলিস্থান, শাহবাগ, সাভার, নারায়ণগঞ্জে ইত্যাদি স্থানে টি শার্টের পাইকারি ব্যবসা করা হয়। আপনি যদি এই ব্যবসা করে এখান থেকে সফল হতে চান তাহলে বিভিন্ন পোশাক কারখানা থেকে কম দামে টি-শার্ট গুলো কিনে আনতে হবে। তারপর এর ডিজাইন, সাইজ এবং মান অনুসারে দাম নির্ধারণ করে বেচতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যাতে কাপড়ের মান ভালো হয়। যত ভালো এবং মানসম্মত কাপড় বা টি-শার্ট থাকবে তত বেশি এর ক্রেতার আকর্ষণ করা সম্ভব। আপনি আপনার দোকান যেখানেই গড়ে তুলতে চান না কেন, তার জন্য বিক্রয় অনুমতি নিলে কাজ করতে আরও সহজ হবে। তার পাশাপাশি যেসব স্থান থেকে পণ্য এনে বিক্রয় করা হবে প্রয়োজনে এর জন্যেও অনুমতি গ্রহণ করে নিলে ভালো।

কোথায় বিক্রয় করবেনঃ

আপনি যেহেতু পাইকারি বিক্রয় করবেন, তাই আপনার শোরুমের প্রয়োজন তেমন নেই। আপনি প্রথমে গোডাউনে মালামাল রেখেই ব্যবসা পরিচালনা করতে পারেন। এখন অনেক শোরুম আছে যারা কোয়ালিটি প্রোডাক্ট পাইকারদের থেকে কিনে থাকে। আপনি নিজেই সেই সব শোরুমের সাথে যোগাযোগ করে টি-শার্ট সাপ্লাই দিতে পারেন। ঢাকার বাহিরের অনেক ক্রেতা ঢাকা থেকে তাদের শোরুমের জন্য টি-শার্ট সংগ্রহ করে থাকে, তাদের কাছেও আপনি টি-শার্ট বিক্রয় করতে পারেন। পাইকারি মার্কেট গুলোতে টি-শার্টের দাম সাধারণত ২০ টাকা থেকে শুরু করে ৪০০-৫০০ টাকা পর্যন্ত ধার্য করা যেতে পারে।

সতর্কতাঃ

টি-শার্ট কেনার সময় অবশ্যই আপনি টি-শার্টগুলো ভালো করে দেখে নিবেন। অনেক সময় কারখানার মালিকরা লো-কোয়ালিটির টি-শার্ট আপনাকে দিয়ে দিতে পারে। আবার শোরুমের মালিকেরা বাকিতে টি-শার্ট নিয়ে আপনাকে টাকা আটকে ফেলতে পারে। তাই এই ব্যবসা করার সময় আপনাকে অবশ্যই এই দিকে নজর রাখতে হবে। সাধারনত শোরুমের মালিকেরা মাসে ১ বার পেইমেন্ট করে থাকে। এই ব্যবসা শুরুর সময় বাকিতে পণ্য বিক্রয় করা থেকে বিরত থাকাই ভালো।

আয়ঃ

টি-শার্টের পাইকারি ব্যবসা করলে সেখান থেকে ভালো আয় করা সম্ভব। একবার এই ব্যবসায় ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে সফল হতে পারলে সহজে লাভবান হওয়া সম্ভব। আপনার ধরাবাধা কিছু কাস্টমার হয়ে গেলে মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করা খুবই কঠিন কিছু না।

শুভ কামনা রইল।

English version

Wholesale business of t-shirts

Introduction:

It is possible to start a T-shirt wholesale business with relatively little capital. There are many factories where t-shirts are manufactured in our country. World class t-shirts are made there at low cost. T-shirts can be brought from there at wholesale rates and sold in various local markets. If you do this business properly once, it is possible to achieve success from here.

How to start this task:

T-shirt wholesale business is done in New Market, Gulisthan, Shahbagh, Savar, Narayanganj etc. in Dhaka city. If you want to be successful in this business, then you have to buy T-shirts from various clothing factories at low prices. Then it should be priced and sold according to its design, size, and quality. But care should be taken so that the quality of the cloth is good. The better quality the clothes or t-shirts have, the more customers it can attract. No matter where you want to set up your store, getting a sales permit will make things easier. Apart from that, it is better to get permission from the places where the products will be brought and sold if necessary.

Where to sell:

Since you will be selling wholesale, you don’t really need a showroom. You can operate the business by keeping the goods in the godown first. Now there are many showrooms who buy quality products from wholesalers. You can supply t-shirts by contacting those showrooms yourself. Many buyers outside Dhaka collect t-shirts from Dhaka for their showrooms; you can also sell t-shirts to them. In wholesale markets, the price of T-shirts can usually range from 20 taka to 400-500 taka.

Caution:

While buying t-shirts, you must check the t-shirts carefully. Many times, factory owners may give you low-quality t-shirts. Again, the showroom owners can take the remaining t-shirts and trap your money. So you must keep an eye on this while doing this business. Generally, showroom owners make payments once a month. It is better to refrain from selling products during the rest of the time of starting this business.

Income:

It is possible to earn good income from doing wholesale business of t-shirts. Once you succeed in this business through patience and hard work, you can easily profit. It is not very difficult to earn one to one and a half lakh taka per month once you have a few customers.

Best of Luck