ট্রাক ভাড়ার ব্যবসা/ Truck rental business

ভূমিকাঃ  

পণ্য সরবরাহের জন্য বহুল ব্যবহৃত যানবাহন হিসেবে ট্রাক পরিচিত। এর আকার, পণ্য ধারণ ক্ষমতা ইত্যাদি ভেদে এর ব্যবহার করা হয়ে থাকে। কাঁচামাল হোক কিংবা তৈরি পণ্য সরবরাহের মাধ্যমে ভোক্তা বা এর ব্যবহারকারীর নিকট পৌঁছে থাকে। তাই ট্রাক ভাড়ার ব্যবসায় ইনভেস্টের মাধ্যমে নতুন ব্যবসা আরম্ভ করা যায়।

ট্রাক ভাড়া দেওয়ার পূর্বে যা যা করনীয়ঃ

ট্রাক ক্রয় করার সময় ভালোভাবে এর কাগজপত্র গুলো পরীক্ষা-নিরক্ষা করে নিতে হবে। ফিটনেস, যন্ত্রপাতির মেয়াদ, বৈধতাইত্যাদি চেক করে কিনতে হয়। ট্রাক ক্রয় করার পর আসে এর সংক্রান্ত বাকি কাগজপত্র তৈরি করা। রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, মটর ইন্সুরেন্স সার্টিফিকেট, রুট পারমিট, ট্রাক ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স এই কাগজপত্রগুলো রেডি করিয়ে নিতে হবে। তা নাহলে ট্রাক ক্রয় করেও এর চলাচলে বৈধতা থাকবে না। রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্সের জন্য স্থানীয় বিআরটিএ অফিসে গিয়ে আপ্লাই করলে পাওয়া যাবে। ট্যাক্স টোকেনের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যংকে সরকার থেকে নির্ধারিত টাকা জমা দিলে ট্যাক্স টোকেন পাওয়া যাবে। ইন্সুরেন্স সার্টিফিকেটের জন্য মটর ইন্সুরেন্স করে এমন কোম্পানিতে গিয়ে ইন্সুরেন্স করাতে হবে।

যেসব ব্যপারগুলো লক্ষ্য রাখতে হবেঃ

রাস্তায় ট্রাক চলাচল করানোর সময় সবসময় মনে রাখতে হবে যাতে যাবতীয় কাগজপত্র সাথে রাখা হয়। রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, মটর ইন্সুরেন্স সার্টিফিকেট, রুট পারমিট, ট্রাক ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি কাগজপত্র একটা ছোট ফাইল আকারে ট্রাকের মধ্যেই রাখা যেতে পারে। মনে রাখতে হবে এইসকল সার্টিফিকেটের একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে। তাই মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রিনিউ করাতে হবে। তা নাহলে উক্ত ট্রাকটি অথবা এর ড্রাইভার অথবা মালিক আইনি ঝামেলায় পড়তে পারেন। এছাড়া ট্রাকের আকার এবং ধারণ ক্ষমতা অনুযায়ী পণ্য বহন করতে হবে। সঠিক পদ্ধিতে মালামাল রাখা এবং এবং বাঁধার দিকে লক্ষ রাখতে হবে। নির্দিষ্ট রঙ, আকার এবং ফিটনেস বিহীন হলে নানা ধরণের ঝামেলা সৃষ্টি হতে পারে। তাই এইদিকে খেয়াল রাখতে হবে। ইঞ্জিনের দিকে লক্ষ রাখতে হবে। এর মেয়াদ শেষ হওয়ার পূর্বে এর মেয়াদ অথবা বদল করতে হবে। টায়ার যত পুরনো হবে ততো এর সক্ষমতা হারাতে থাকবে। তাই নির্দিষ্ট সময় পর পুরনো টায়ার বদলে নতুন টায়ার স্থাপন করতে হবে। এছাড়াও লক্ষ্য রাখতে হবে যাতে টায়ার ফেটে না যায় এবং কোন ক্ষয়-ক্ষতির স্বীকার না হয়। এছাড়াও লক্ষ্য রাখতে হবে যাতে ট্রাকের ধারণ ক্ষমতা অনুযায়ী পণ্য বহন, লাইট, বাম্পার, ব্রেক ঠিক আছে কিনা ইত্যাদির দিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া ড্রাইভার নির্বাচনেও সতর্ক থাকতে হবে।

লাভক্ষতি নিরূপণঃ

অন্য সকল ব্যবসার মত ট্রাক ব্যবসাতেও অভিজ্ঞতা প্রয়োজন এবং সেই সাথে দরকার ধৈর্য্য কারণ একবার এই কাজ আরম্ভ করলে নানারকম পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বুদ্ধিমত্তা এবং ধৈর্য্যর সাথে তা করতে হবে। একবার সফল হলে আস্তে আস্তে টার্গেট বাড়াতে হবে যার ফলে ধিরে ধিরে সাফল্য আসতে থাকবে। আর ট্রাক ভাড়া দিয়ে বা ট্রিপ দিয়ে এই ব্যবসা থেকে লাভবান হওয়া সম্ভব। আবার অতিরিক্ত আয়ের পাশাপাশি ট্রাকের সংখ্যা বাড়ানোর মাধ্যমে ব্যবসার পরিসর বড় করা যায়।

শুভ কামনা রইল।

English version

Truck rental business

Introduction:

Trucks are known as widely used vehicles for delivery of goods. It is used depending on its size, product holding capacity etc. Either raw material or finished product reaches the consumer or its user through delivery. So new business can be started by investing in truck rental business.

Things to do before renting a truck:

When buying a truck, its documents should be checked thoroughly. Check the fitness, validity of the equipment, validity etc. and buy. After purchasing the truck comes the preparation of the remaining documents related to it. Registration certificate, fitness certificate, tax token, motor insurance certificate, route permit, truck driver’s driving license should be prepared. Otherwise, even after purchasing the truck, its movement will not be valid. Registration, fitness, route permit and driving license can be obtained by visiting the local BRTA office and applying. In the case of tax tokens, tax tokens can be obtained by depositing the prescribed amount from the government in the specified bank. Insurance should be done by going to the company that provides motor insurance for the insurance certificate.

Things to keep in mind:

Always remember to carry all the documents while driving the truck on the road. Documents such as registration certificate, fitness certificate, tax token, motor insurance certificate, route permit, truck driver’s driving license etc. can be kept inside the truck in a small file. Keep in mind that these certificates have a specific validity period. So it should be renewed before the expiry date. Otherwise the truck or its driver or owner may face legal trouble. Besides, goods should be carried according to the size and capacity of the truck. Attention should be paid to proper storage and tying of goods. A variety of problems can arise if the specific colour is lacking in size and fitness. So be careful about this. Pay attention to the engine. It must be renewed or renewed before it expires. As the tire ages, it will continue to lose its performance. Therefore, after a certain period of time, the old tires should be replaced with new tires. Also, care should be taken so that the tire does not burst and does not suffer any damage. It should also be noted that according to the capacity of the truck to carry goods, lights, bumpers, brakes etc. should be observed. Moreover, you have to be careful in choosing the driver.

Assessment of profit and loss:

Like any other business, trucking business also requires experience and also patience because once you start this job, you have to deal with various situations. It has to be done with intelligence and patience. Once successful, the target should be gradually increased so that success will come gradually. And it is possible to profit from this business by renting a truck or by taking a trip. Again the business scope can be enlarged by increasing the number of trucks along with additional income. Best wishes.