পাইকারি ব্যবসা/ Wholesale business

ভূমিকাঃ

ব্যবসার জগতে পাইকারি ব্যবসা এক অন্য ধরণের মাত্রা যোগ করে। কারণ এই ব্যবসায় একটি মাধ্যম, যার মাধ্যমে উৎপাদনকারী হতে খুচরা ব্যবসায়িরা পণ্য ক্রয় করে থাকেন। অর্থাৎ, পাইকারি ব্যবসা হলো এমন একটি ব্যবসা যেখানে ব্যবসায়িরা সরাসরি উৎপাদনকারী থেকে পণ্য এনে সেই পণ্য খুচরা বিক্রেতার কাছে পৌঁছে দেয়৷

কারণঃ

সাধারানত আমরা যে সব স্থান থেকে জিনিসপত্র কিনি তা হলো খুচরা ব্যবসায়ির কাজ। আর একজন খুচরা ব্যবসায়ির তার ব্যবসা পরিচালনা করার জন্য প্রচুর পণ্য স্টকে আনতে হয়। তবে সরাসরি উতপাদানকারীর নিকট থেকে একসাথে এতো পণ্য আনা কষ্টকর, অধিক সময়ের ব্যপার। এক্ষেত্রে তারা পাইকারি ব্যবসায়ির কাছ থেকে অন্য কোন ঝামেলা ছাড়া তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করে এনে বিক্রয় করে। আবার এই পাইকারির ব্যবসায় ঝুঁকির মাত্রা থাকলেও এর বাজারে প্রতিযোগিতা তুলনামূলক কম বললেই চলে। শুধু আপনাকে পর্যাপ্ত অর্থ কাজে লাগাতে হবে, ঝুঁকি গ্রহণ করতে হবে আর ধৈর্য্য ধরতে হবে। তবেই অনায়াসেই সকল ক্ষতি পুষিয়ে এই ব্যবসায় লাভ করা যায়।

পাইকারি ব্যবসায়ের কিছু উদাহরণঃ

আপনি চাইলে চালের পাইকারি ব্যবসা আরম্ভ করতে পারেন। সেক্ষেত্রে চাল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর সঠিক স্থান বা আড়ত বাছাই করতে হবে। বাদামতলি, বাবুবাজার ইত্যাদি স্থান চালের পাইকারি ব্যবসার জন্য বিখ্যাত। পরিবহণ খরচ, শ্রমিকের মজুরি, চালের দাম ইত্যাদি প্রদানের পর প্রায় ১০ থেকে ১৫ লক্ষ আয় করা সম্ভব। কাপড়ের পাইকারি ব্যবসা করতে চাইলে তাহলে কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান বা গার্মেন্টস থেকে সরাসরি কাপড় এনে সেই কাপড় খুচরা বিক্রেতার কাছে বিক্রি করা যায়। গজ কাপর, শাড়ি, লুঙ্গি ইত্যাদি থাকতে পারে। ইসলামপুর, নারায়ণগঞ্জ, ভারত, পাকিস্তান ইত্যাদি স্থান থেকে কাপর ক্রয় করে এনে বিক্রয় করা যায়। এই কাপড়ের পাইকারি ব্যবসায় প্রায় ১০ লাখ এর মতো আয় করা যায়। আবার সিজনাল ব্যবসায় ও করা যেতে পারে। যেমনঃ গরমে আম বা গরমে উৎপাদন হয় এমন ফল নিয়ে কাজ করা যায়। আবার বর্ষায়, বর্ষায় প্রয়োজন এমন পণ্য এ তালিকায় থাকতে পারে। যেমনঃ ছাতা, রেইনকোর্ট ইত্যাদি। ঠিক এইভাবেই শীতে, শীত বস্ত্র, বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় করা যায়। ইত্যাদি ছাড়াও আরও অনেক কিছু নিয়ে এই পাইকারি ব্যবসা আরম্ভ করা যায়।

লাভঃ

এই ব্যবসায় লাভ করার সুযোগ অনেক বেশি। সঠিক ক্ষেত্র বাছাই করতে পাড়লে। আর সকল বাঁধা অতিক্রম করতে পারলেই খুব সহজে এর থেকে ১৫ থেকে ২০ লাখ এর মতো আয় করা সম্ভব।

শুভ কামনা রইল।

English version

Wholesale business

Introduction:

Wholesale business adds another dimension to the business world. Because this business is a medium through which retailers buy products from manufacturers. That is, wholesaling is a business where traders directly procure goods from manufacturers and deliver them to retailers

Reason:

Generally the place where we buy things from is retail business. And a retailer has to carry a lot of products in stock to run his business. But bringing so many products together directly from the manufacturer is difficult, time consuming. In this case they buy and sell their required products without any other hassles from wholesalers. Again, although there is a level of risk in this wholesaler’s business, the competition in its market is relatively low. You just need to invest enough money, take risks and take risks. Only then can one easily recover all the losses and make a profit in this business.

Some examples of wholesale business:

You can start wholesale rice business if you want. In that case one must have knowledge about rice. And you have to choose the right place or location. Badamtali, Babubazar etc. places are famous for wholesale trade of rice. 10 to 15 lakhs can be earned after paying transportation cost, labor wages, price of rice etc. If you want to do wholesale business of clothes, then you can get clothes directly from the clothes manufacturing company or garments and sell those clothes to the retailer. Goj kapar, saree, lungi etc. can be there. Cotton can be bought and sold from Islampur, Narayanganj, India, Pakistan etc. The wholesale business of this cloth can earn about 10 lakhs. Again seasonal business can also be done. For example: Mangoes in summer or fruits that are produced in summer can be worked with. Again in monsoons, products that are needed in monsoons can be in this list. For example: umbrella, raincoat etc. This is exactly how winter, winter clothes, or other essential items can be sold. Apart from etc., this wholesale business can be started with many more things.

Profit:

There is a lot of profit potential in this business. If you can choose the right field. And only if you can overcome all obstacles, it is possible to earn 15 to 20 lakhs from this very easily.

Best wishes.