ভূমিকাঃ
বাংলাদেশে আমদানি করা পণ্যগুলোর তালিকায় পেঁয়াজের নাম রয়েছে। প্রতি বছর আমাদের দেশের জনগণের চাহিদা পূরণের জন্য ভারত এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করে থাকেন। তাই যারা আমদানি ব্যবসায় মনোযোগ দিতে চান এবং তার থেকে লাভবান হতে চান তাহলে পেঁয়াজ আমদানি করতে পারেন।
যেভাবে এই কাজ করা যায়ঃ
এই ব্যবসা করার জন্য আগে আমদানি করার জন্য অনুমোদন বা লাইসেন্স নিতে হবে। এর ফলে আপনার ব্যবসায়টি আইনত অনুমোদন প্রাপ্ত হওয়ায় কোন আইনগত ঝামেলার সম্মুখীন হতে হবে না। ভারত থেকে আমাদের দেশে প্রতি বছর কয়েক লাখ টন পেঁয়াজ আমদানি হয়ে থাকে। আর কেউ এই ব্যবসা করতে চাইলে ভারতের নির্দিষ্ট কিছু স্থান থেকে সরাসরি পাইকারি দরে পেঁয়াজ ক্রয় করে এনে নিজের এলাকার আশপাশে যে সকল বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে বিক্রয় করতে পারেন। তাছাড়া চাইলে দেশের যেকোনো স্থানে চাইলে বিক্রয় করতে পারেন। এর মাধ্যমে অনেক সহজেই লাভবান হওয়া সম্ভব।
আয়ঃ
পেঁয়াজের চাহিদা প্রায় সারা বছরই আমাদের দেশে লক্ষ্য করা যায়। এমন পরিস্থিতিতে যদি পেঁয়াজ আমদানির ব্যবসায় মনোযোগ দেওয়া যায় তাহলে খুব সহজেই লাভবান হওয়া সম্ভব। এর থেকে মাসে প্রায় ১ লাখ টাকার মত আয় করা সম্ভব। তাই ধৈর্য সহকারে এবং বুদ্ধি খাঁটিয়ে এই ব্যবসার কাজ করে অনায়াসেই লাভবান হতে পারেন।
শুভ কামনা রইল।
English version
Onion business
Introduction:
Onion is included in the list of imported products in Bangladesh. Every year we import onions from India and other countries to meet the needs of the people of our country. So those who want to focus on import business and want to profit from it can import onion.
How to do this:
To do this business one must first obtain approval or license to import. As a result, your business will not face any legal hassles as it is legally approved. Millions of tons of onions are imported from India to our country every year. And if someone wants to do this business, he can directly buy onions at wholesale price from certain places in India and sell them in the markets around his area. Moreover, you can sell anywhere in the country if you want. It is possible to profit very easily through this.
Income:
Onion demand can be observed almost throughout the year in our country. In such a situation, if attention is paid to the onion import business, then it is possible to make a profit very easily. It is possible to earn about 1 lakh takas per month from this. So with patience and wisdom you can easily profit by doing this business.
Best wishes.
English version