ভূমিকাঃ
বিভিন্ন ধরণের পণ্যসামগ্রী বাজারজাতকরণ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরণের প্যাকেট ব্যবহৃত হয়। যা ক্রেতাদের মধ্যে উক্ত পণ্যটির জন্য আকর্ষণ সৃষ্টি করে। শুধু তাই নয় প্যাকেজিং এর ফলে পণ্যের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পণ্যটি সুরক্ষিত থাকে। গ্রাম বা শহর সব জায়গার শাড়ি, জুতা, মিষ্টি, খাবার প্রভৃতির দোকানে প্যাকেট দরকার হয়। ভালো প্যাকেজিং ব্যবসায় উন্নয়নে ভূমিকা রাখে।
যেভাবে এই কাজ আরম্ভ করা যায়ঃ
বিভিন্ন দোকানে তাদের পণ্য বিক্রয় করার সময় প্যাকেজিং এর ব্যবহার করে থাকে। যেমনঃ নবরুপা একটি বস্ত্রের দোকান বা ব্র্যান্ড হিসেবে বাজারে পরিচিত। তাদের পণ্য ক্রয়ের সময় একটি নির্দিষ্ট ব্যাগ বা প্যাকেটে ক্রেতারা তাদের পণ্যটি পেয়ে থাকে। এই ব্যাগে দোকানের নাম, ঠিকানা, শাখা সমূহ ইত্যাদি উল্লেখ থাকে। শুধু একটি দোকান না সব দোকানের জন্যই একটি নির্দিষ্ট প্যাকাজিং ব্যবস্থা থাকে। এর ফলে ক্রেতারা উক্ত দোকান থেকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয়। তাই যদি একটি প্যাকেজিং এর ব্যবসা প্রতিষ্ঠিত করা যায় সে ক্ষেত্রে লাভবান হওয়া সম্ভব। এরজন্য বেশি কিছু না। প্রিন্টিং মেশিন প্যাকেটের উপর লিখা প্রিন্ট করার জন্য, ব্যাগ তৈরির সামগ্রী, কালি, মোটা শক্ত কাগজ ইত্যাদি। এই কাজের জন্য বেশি কর্মীর প্রয়োজন হয় না। তবে সময়ের সাথে সাথে যদি ব্যবসার পরিসর বাড়ানো হয় সেক্ষেত্রে কর্মীর সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। ব্যবসার কাজ আরম্ভ করার সময় প্রথমে বিভিন্ন দোকানে বা প্রতিষ্ঠানে গিয়ে কাজের জন্য অফার দিতে হবে। তার পাশাপাশি পেমপ্লেট বিতরণের মাধ্যমেও ক্রেতাদের আকর্ষণ সৃষ্টি করা যায়। একবার যদি এই কাজে সফল হওয়া যায় তবে আস্তে আস্তে কাজের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। এভাবে সফলতা অর্জন করা যায়।
আয়ঃ
অন্যান্য ব্যবসার মতো এই ব্যবসায় ও একটু ধৈর্য আর কঠোর পরিশ্রম করার মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব। আর একবার সফল হতে পারলে লাখ লাখ টাকা আয় করা সম্ভব।
শুভ কামনা রইল।
English version
Packaging business
Introduction:
Different types of packets are used to market and present attractively different types of products. Which creates attraction for the product among the buyers. Not only this, the packaging enhances the beauty of the product as well as protects the product. Sarees, shoes, sweets, food etc. shops in village or city all need packets. Good packaging plays a role in business development.
How to start this task:
Different stores use packaging while selling their products. Ex: Noborupa is known in the market as a clothing store or brand. Buyers receive their product in a specific bag or packet at the time of purchase. This bag contains the shop name, address, branches etc. Not just one store but all stores have a specific packaging system. As a result, customers are encouraged to purchase products from the store. So if a packaging business can be established it can be profitable. Not much for it. Printing machine for printing text on packet, bag making material, ink, thick paper etc. This work does not require many workers. However, the number of employees can be increased if the scale of the business is increased over time. When starting a business, first go to different shops or establishments and make offers for work. Apart from that, customers can be attracted by distribution of pamphlets. Once successful in this task, the amount of work gradually increases. In this way success can be achieved.
Income:
Like any other business, success can be achieved with a little patience and hard work. And once successful, it is possible to earn lakhs of rupees.
Best wishes.
English version