ভূমিকাঃ
আমাদের দেশে বর্তমানে প্রসাধনী বা কসমেটিক্স সামগ্রীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এর জন্য বিদেশ থেকে আমদানিকৃত সামগ্রীর প্রতি ক্রেতার চাহিদা বেশি। যার মূল কারণ আস্থা। ক্রেতারা বরাবরই ভেবে থাকেন দেশের বাহিরের সামগ্রী মানে ভালো মানের সামগ্রী। তাই যেকোনো প্রসাধনী সামগ্রীর দোকানে গেলে দেখা যায় ক্রেতারা বেছে বেছে বিদেশ থেকে আমদানিকৃত সামগ্রীগুলোই কিনছেন। বিশেষ করে বিদেশ থেকে আমদানিক্রিত পণ্যগুলো কেনার ক্ষেত্রে ক্রেতারা এই পন্থা অনলম্বন করে থাকেন।
যেভাবে এই কাজ করা যায়ঃ
এই ব্যবসা করার জন্য প্রথমে আমদানি করার জন্য অনুমোদন বা লাইসেন্স নিতে হবে। এর ফলে আপনার ব্যবসায়টি আইনত অনুমোদন প্রাপ্ত হওয়ায় কোন আইনগত ঝামেলার সম্মুখীন হতে হবে না। এরপর কোন পণ্য আমদানি করতে চান, সেই পণ্যের স্যাম্পল অবশ্যই দেখতে হবে। তা হতে পারে অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে এনে অথবা স্ব-শরীরে সেখানে উপস্থিত হয়ে স্যাম্পল সংগ্রহ করা। এই দুইটার যেকোনো একটা করা যেতে পারে। বিদেশ থেকে পণ্য আমদানি কিংবা রপ্তানি করার ক্ষেত্রে একটি এক্সপোর্ট কোড এর ব্যবহার করতে হয়। যা আমদানিকৃত পণ্য বাজারে বিক্রয়ের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করে। এরপর Proforma Invoice বা PI সংগ্রহ করতে হবে। এরপর PI নিয়ে ব্যাংকে গিয়ে LC করাতে হবে। এসময় পণ্যের দাম এবং ওজন বিস্তারিত ভাবে উল্লেখ করতে হবে। এছাড়াও আমদানিকারকের নাম, HS কোড সম্পূর্ণ উল্লেখ করতে হবে। HS কোড যাতে ভুল না হয় তার দিকেও নজর রাখতে হবে। মনে রাখতে হবে যাতে পণ্য বৈধ পথে দেশে আনা হয়। সেক্ষেত্রে সঠিক পরিমাণে ট্যাক্স প্রদান করতে হবে। বিদেশ থেকে আমদানিকৃত পণ্য বাংলাদেশের বাজারে বিক্রয় করার জন্য বিএসটিআই এর অনুমোদন নিতে হবে। যা ক্রেতাদের নিকট আপনার আমদানিকৃত পণ্যের বৈধতা যাচাই করতে সহযোগিতা করবে।
আয়ঃ
আমাদের দেশে বৈদেশিক প্রসাধনী সামগ্রীর চাহিদা অনেক বেশি। তার কারণ এসকল পণ্যের ব্যবহারকারীরা আস্থা রাখেন এসকল পণ্য ভেজাল বিহীন। তাই বিশেষকরে চায়না, ভারত, ইংল্যান্ড, দুবাই থেকে বা বিশ্বের যেকোনো দেশ থেকে প্রসাধনী সামগ্রী আমদানি করার মাধ্যমে হয়ে উঠতে পারেন লাভবান।
শুভ কামনা রইল।
English version
Import of cosmetics
Introduction:
The demand for cosmetics in our country is increasing day by day. And for this, the buyer’s demand for imported goods from abroad is high. The main reason is trust. Buyers always think that goods from outside the country mean good quality goods. So if you go to any cosmetic shop, you will find that customers are selectively buying products imported from abroad. Especially in buying abroad products, customers follow this approach.
How to do this:
In order to do this business, one must first get approval or license to import. As a result, your business will not face any legal hassles as it is legally approved. After that, which product you want to import, you must see the sample of that product. It can be by ordering online or by personally attending and collecting the samples. Either of these two can be done. An export code is required for importing or exporting goods from abroad. Which increases the selling advantage of imported products in the market. After that Proforma Invoice or PI should be collected. Then go to bank with PI and get LC. The price and weight of the product should be mentioned in detail. Also name of importer, HS code should be mentioned in full. Care must also be taken to ensure that the HS code is not mistaken. It should be remembered that the goods are brought into the country in a legal way. In that case the correct amount of tax has to be paid. BSTI’s approval is required to sell imported products from India in Bangladesh market. This will help the buyers to verify the validity of your imported products.
Income:
The demand for foreign cosmetics in our country is very high. That is because the users of these products trust that these products are unadulterated. So you can become profitable by importing cosmetics from India, UK, USA, Dubai, Chaina or any country in the world.
Best wishes.