ব্যানার হলো কাপড়ে লেখা বিভিন্ন তথ্য যা স্বল্প সময়ের অধিবেশন ও স্বল্পকালীন তথ্য প্রদানের জন্য ব্যবহৃত হয়। অপরদিকে সাইনবোর্ড হলো কাপড় ও স্টীল বা টিনের উপর লেখা বিভিন্ন তথ্য যা মানুষের দৃষ্টি আকর্ষণ ও বিভিন্ন বিষয় জানানোর জন্য ব্যবহার করা হয়। ব্যানার সাধারাণত সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, মিটিং, মিছিল, বনভোজন বিভিন্ন স্বল্পকালীন তথ্য প্রদান ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাই এটি কাপড়ের উপর লিখা হয়। আর সাইনবোর্ড সাধারণত দোকান, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম-ঠিকানা, রাস্তার পাশে বিভিন্ন নির্দেশ ও নানান দীর্ঘমেয়াদী বিজ্ঞাপন প্রচার ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যার মেয়াদকাল বেশি সময় পর্যন্ত হওয়ার কারণে অ্যালুমিনিয়াম, টিন, স্টীল বা কাঠের ব্যবহার হয়ে থাকে।
যেভাবে কাজ আরম্ভ করা যায়ঃ
বাংলাদেশ সব স্থানেই নানা ধরণের তথ্য প্রচারের জন্য সাইনবোর্ড ও ব্যানারের ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে বিজ্ঞাপন লিখে বা এঁকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়। তাই এর চাহিদা সবসময়ই আছে এবং থাকবে। ব্যানার ও সাইনবোর্ডের ব্যবসার জন্য স্থায়ী দোকানের প্রয়োজন হয়। দোকানের স্থান নির্বাচনের ক্ষেত্রে যেখানে লোক সমাগম বেশি এরকম স্থান দোকান স্থাপনের জন্য বেছে নিলে খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। একটি স্থায়ী দোকান, এর ভাড়া, প্রয়োজনীয় সামগ্রী ইত্যাদির জন্য কিছু মূলধনের প্রয়োজন। এজন্য বিভিন্ন সরকারি, বেসরকারি ব্যাংক বা বিভিন্ন এনজিও ইত্যাদি স্থান থেকে শর্ত সাপেক্ষে ঋণ নেওয়া যেতে পারে। ব্যানার ও সাইনবোর্ডের ব্যবসা শুরু করার আগে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে ব্যবসার ব্যপারে বিস্তারিত তথ্য জেনে নিলে এর ব্যপারে নানা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা হবে। আপনাকে অবশ্যই সৃজনশীল হতে হবে। লেখাপড়া জানা থাকলে ব্যবসায় পরিচালনা করতে আরও সহজ হবে। এছাড়া সুন্দর হাতের লেখা এবং একটু নতুনত্ব এনে ব্যানার ও সাইনবোর্ড লিখলে সহজেই বাজারে সুনাম অর্জন করা যায় যা বেশি অর্ডার পেতে সাহায্য করে।
আয়ঃ
আমাদের দেশে ব্যানার ও সাইনবোর্ডের চাহিদা রয়েছে। তাই আপনি যদি এই ব্যবসা পরিচালনার উদ্যোগ গ্রহণ করে থাকেন তবে এখান থেকে একবার সফল হতে পারলে খুব সহজেই লাভ করতে পারবেন। তারজন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস।
শুভ কামনা রইল।
English version
Banner and Signboard Shop
Introduction:
Banners are various pieces of information written on cloth that are used for short-term sessions and short-term information delivery. On the other hand, signboards are different information written on cloth and steel or tin, which are used to attract people’s attention and inform different things. Banners are generally used in various social events, meetings, processions, banquets, etc. to provide short-term information. So it is written on cloth. And signboards are usually used in the fields of shops, names and addresses of various establishments, various directions on the side of the road and various long-term advertising campaigns. Aluminium, tin, steel or wood are used due to its longer life span.
How to get started:
Signboards and banners are used everywhere in Bangladesh to disseminate various types of information. In this advertisement is written or drawn to attract people’s attention. So its demand is always there and always will be. Banner and signboard business requires permanent store. In choosing the location of the shop, choosing a place where there is a lot of people can easily attract people’s attention. A permanent shop, its rent, necessary materials etc. requires some capital. For this, loans can be taken subject to conditions from various government, private banks or various NGOs. Before starting the banner and signboard business, knowing the detailed information about the business from an experienced person will help in taking various decisions about it. You must be creative. It will be easier to manage the business if education goes on. Besides, beautiful handwriting and writing banners and signboards with a bit of innovation can easily gain reputation in the market which helps in getting more orders.
Income:
Banners and signboards are in demand in our country. So if you have taken the initiative of running this business, then once you succeed from here, you can earn very easily. That requires hard work and confidence.
Best wishes.