মুক্তা চাষ/ Pearl farming

ভূমিকাঃ

জুগ জুগ ধরে অলংকার হিসেবে আমরা মুক্তার ব্যবহার দেখে আসছি। এই মুক্তা আসে প্রধানত ঝিনুক থেকে। যা সমুদ্রে পাওয়া যায়। বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে সমুদ্রের গভীর থেকে এই সংগ্রহ করে আনা হয় এই মুক্তা। তবে তা অবশ্যই ব্যবহুল আর অধিক সময় সাপেক্ষের। তবে বর্তমান জুগে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এবং কঠোর প্রচেষ্টায় পুকুরে এই মুক্তার চাষ করা সম্ভব হয়েছে। তাই অচিরেই এই মুক্তার চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব। আবার চাইলে মুক্তার পাশাপাশি একই পুকুরে মাছও চাষ করা যায়।

যেভাবে এই কাজ শুরু করা যায়ঃ  

কেউ যদি এই ব্যবসা আরম্ভ করতে চায় তাহলে নিজেদের পুকুরে অথবা পুকুর ভাড়া করেও মুক্তা চাষ শুরু করা যায় । এভাবে মিঠা পানিতে মুক্তা চাষের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এই কাজ আরম্ভ করার আগে ট্রেইনিং নিতে হবে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে এই ট্রেইনিং নেওয়া যেতে পারে। তারপর ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে মুক্তা চাষ করা যেতে পারে। এর থেকে সাফল্য পেলে পরবর্তীতে বড় পরিসরে এর কাজ আরম্ভ করা যায়। এটি অতি প্রাচীন এবং মূল্যবান রত্ন। এটি একমাত্র রত্ন, যা জীবন্ত প্রাণী থেকে পাওয়া যায়। এটি আভিজাত্যের প্রতীক। শুধু অলংকার নয়, মুক্তার রয়েছে আরও নানাবিধ ব্যবহার। ওষুধ এবং দামি ক্রিম তৈরিতে মুক্তা ব্যবহার হয়। আমাদের দেশে মুক্তার উৎপাদন হচ্ছে, তবে সেভাবে এখনো বিপণনকেন্দ্র তৈরি হয়নি। তবে এর জন্য কাজ করা হচ্ছে। চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে ক্রয় করে এনে এগুলোকে বাজারজাত করার ব্যবস্থা করা হয়। দিনে দিনে এই ব্যবসার সম্ভাবনা বাড়ছে। তাই অনেকেই এই কাজের প্রতি আগ্রহী হয়ে উঠছেন।

আয়ঃ

মুক্তা চাষের মাধ্যমে সফলতা আসায় ধীরে ধীরে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে বলে মনে করেন মৎস্য বিজ্ঞানীরা। তাই এই ব্যবসায় অনেক সম্ভাবনা লক্ষ করা যাচ্ছে। তাই ব্যবসা করার উদ্দেশ্যে মুক্তা চাষ করে অনেক লাভবান হওয়া যাবে।

শুভ কামনা রইল।

English version

Pearl farming

Introduction:

We have been seeing the use of pearls as ornaments for ages. These pearls come mainly from oysters. Which is found in the sea. These pearls are collected from the depths of the sea by various processes. But it is definitely expensive and time consuming. However, with the use of technology and hard efforts, it is now possible to cultivate these pearls in ponds. So soon it is possible to become self-sufficient by cultivating this pearl. If you want, fish can be cultivated in the same pond as well as pearls.

How to start this task:

If someone wants to start this business then pearl farming can be started in their own pond or by renting a pond. In this way it is possible to earn a large amount of foreign exchange through the cultivation of freshwater pearls along with eliminating the unemployment problem. Training must be taken before starting this job. This training can be taken from Bangladesh Fisheries Research Institute. Pearls can then be farmed experimentally on a small scale. If it is successful, then it can be started on a larger scale. It is very ancient and precious gem. It is the only gem, which is obtained from a living animal. It is a symbol of nobility. Not just ornaments, pearls have many other uses. Pearls are used in making medicines and expensive creams. Pearls are being produced in our country, but marketing centers have not yet been developed. But it is being worked on. Arrangements are made to market them by purchasing them from the farmers at a fair price. The potential of this business is increasing day by day. So many people are getting interested in this job.

Income:

Fisheries scientists believe that the success of pearl farming will gradually eliminate unemployment and earn a large amount of foreign exchange. So there is a lot of potential in this business. So you can get a lot of profit by cultivating pearls for business purposes.

Best wishes.