মোবাইল রিচার্জের দোকান/ Mobile recharge shop

ভূমিকাঃ

বর্তমানে স্বল্প পুঁজির ব্যবসার দিকে ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে। খুব কম মূলধন গঠন করে জীবিকা নির্বাহ করার দিকে বেশিরভাগ লোক ঝুঁকছেন। এই ধরণের ব্যবসা ক্ষুদ্র ব্যবসা নামে বেশি পরিচিত। অল্প পুঁজি নিয়ে স্বল্প পরিসরে গড়ে তোলা হয় ক্ষুদ্র ব্যবসায় কারবারগুলো।

ব্যবসার ধারণাঃ

যদি কম টাকায় ব্যবসায় করার কথা ভাবা হয় তাহলে একটি ছোট্ট মোবাইল রিচার্জ দোকান শুরু করা যেতে পারে। আজকাল, মানুষের নিত্যদিনের সঙ্গী মোবাইল। নানা কাজে দিনভর মোবাইল এর ব্যবহার করা হয়ে থাকে। আর সবথেকে বেশি ব্যবহার করা হয় কারো সাথে যোগাযোগ বা কথা বলার ক্ষেত্রে। তাই অবশ্যই দোকানে গিয়ে রিচার্জ করতে হয়। তাই এই ব্যবসায়টি অনেক কম পুঁজিতে এবং অনেক ছোট দোকান নিয়ে আরম্ভ করা যেতে পারে। একটি মোবাইল রিচার্জের দোকান দিতে কেবল ১৫ থেকে ২০ হাজারের খরচ হতে পারে।

দোকানে যা থাকতে পারেঃ

একটি মোবাইল রিচার্জের দোকানে সব নেটওয়ার্ক কোম্পানির রিচার্জ কার্ড রাখার পাশাপাশি প্রিপেইড এবং পোস্টপেইড সিম বের করানোর কাজ করা যেতে পারে। এতে অতিরিক্ত আয় করা সম্ভব তাছাড়া পোস্টপেইড বিল জমা দেওয়া , মোবাইলের কভার, হেডফোন ইত্যাদি রাখা যেতে পারে। নিজের দোকানে রাখতে পারেন। এর পাশাপাশি আয় করার জন্য ছোট বার সেট বা মনিহারির জিনিসপত্রও রাখা যেতে পারে।

লাভঃ

ক্ষুদ্র ব্যবসা করে খুব অল্প সময় এবং খুব সহজেই লাভবান হওয়া যায়। ১৫ থেকে ২০ হাজার এর মতো ইনভেস্ট করে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। এজন্য শুধু একটু ধরজ ধরতে হবে আর পরিশ্রম করতে হবে।

শুভ কামনা রইল।

English version

Mobile recharge shop

Introduction:

At present there is a trend towards low capital business. Most people tend to make a living with very little capital formation. This type of business is better known as small business. Small businesses are built on a small scale with little capital.

Business concept:

A small mobile recharge shop can be started if a small business is thought of. Nowadays, people’s daily companion is mobile. Mobile phones are used for various purposes throughout the day. And most of all is used in communicating or talking to someone. So you must go to the store to recharge. So this business can be started with very less capital and with very small shops. A mobile recharge shop can cost only 15 to 20 thousand.

What should be in the store:

A mobile recharge shop can handle recharge cards of all network companies as well as issue prepaid and PostPaid SIMs. It is possible to earn extra income. Moreover, PostPaid bill deposits, mobile covers, headphones etc. can be kept. You can keep it in your store. Apart from this, small bar sets or stationary items can also be kept to generate income.

Profit:

Small business can be profitable in very short time and very easily. It is possible to earn lakhs of rupees by investing like 15 to 20 thousand. For this, you just have to take a little bit of patience and work hard.

Best wishes.