মোমবাতি তৈরির ব্যবসা / Candle making business

বিশ্বের প্রায় সব দেশেই মোমবাতি ব্যবহার করার প্রচলন আছে। বাংলাদেশেও গ্রাম বা শহর সব জায়গায় এর চাহিদা রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এর ব্যবহার বেশি। বর্তমানে নানা রঙ এবং নকশা সম্বলিত মোমবাতির চাহিদাও দিন দিন বাড়ছে। যা সৌখিন মানুষজন ঘর সাজানোর কাজেও ব্যবহার করে থাকেন। তাই মোমবাতি তৈরির ব্যবসা করার মাধ্যমে বাড়তি আয় করা সম্ভব। নানা রঙের ও নকশার মোমবাতি বানিয়ে নিজের এলাকার বা আশেপাশের এলাকার দোকানগুলোতে সরবরাহ করা যেতে পারে।

How to start a low-cost but profitable business

প্রয়োজনীয় উপকরণঃ

মোমবাতি তৈরি করতে মূলত প্যারাফিনের ব্যবহার করা হয়। এর সাথে মেশানোর জন্য ইস্টারিক এসিডের প্রয়োজন। এছাড়াও সুতা, রঙ, প্যাকেট, লেবেল, আঠা, ডাইস, ছুরি, কেঁচি, কড়াই, মগ, তুলি, চামচ, চুলা, সয়াবিন ইত্যাদি।    

মোমবাতি তৈরি করার পদ্ধতিঃ  

মোম তৈরির ডাইসের দুটি অংশ একটি ছিঁটকিনি দ্বারা আটাকানো থাকে। এবং এর ভিতরে মোমবাতি আকৃতির কতগুলো খাঁজ থাকে। প্রথমে ডাইসের ছিটকিনি খুলে ছাঁচের দুইটি অংশ আলাদা করতে হবে। এরপর একটি কাপড়ে তেল নিয়ে খাঁজগুলোতে ভালো ভাবে লাগিয়ে নিতে হবে। যাতে  মোমগুলো সহজে বের করে আনা যায়। এরপর সুতা পরানোর জায়গায় উপর থেকে নিচ পর্যন্ত সুতা টান টান করে বেঁধে দিতে হবে। এরপর ছাঁচটি ভালো করে আটকে দিতে হবে। এবার চুলায় কড়াই বসিয়ে গরম হলে তার মধ্যে সাদা শক্ত মোম বা প্যারাফিন দিতে  হবে। মোম পুরোপুরি গলে যাবার পূর্বেই এর মধ্যে ১০ ভাগ মোমের সাথে ১ ভাগ স্টিয়ারিক এসিড মিশাতে হবে। খেয়াল রাখতে হবে মোম গলে যাওয়ার পর জাতে বেশিক্ষণ চুলার উপর না রাখা হয়। তা নাহলে প্যারাফিন বাষ্পের সাথে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর গলা মোম মগে বা চামচে করে আস্তে আস্তে মেশিনের খাঁজগুলোতে ঢালতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে ভেতরে ফাঁকা না থাকে। সেজন্য ছাঁচটি হালকা ঝাঁকিয়ে নিয়ে আবার মোম ঢালতে হবে যতক্ষণ সম্পূর্ণ ছাঁচটি পুরোপুরি ভরাট না হয়। ২৫ থেকে ৩০ মিনিট পর মোমগুলো ঠাণ্ডা হলে ছাঁচ থেকে বের করে আনতে হবে। এরপর বাড়তি সুতা কেটে ফেলতে হবে। প্রয়োজনে মোমবাতি ভালোভাবে বসানোর জন্য নিচের অংশের তলাটি সমান করে কেটে দিতে হবে। এভাবে বিভিন্ন আকৃতির ছাঁচের ব্যবহার করে নানা নকশার মোমবাতি তৈরি করা সম্ভব।

সাবধানতাঃ

মোমবাতি তৈরি করার সময় যে সকল বিষয়ে সর্তক থাকতে হবে–

১। স্টিয়ারিক এসিড মেশানোর সময় সাবধান থাকতে হবে।

২। মোমে আগুন ধরে গেলে সাথে সাথে চুলা নিভিয়ে ঢাকনা দিয়ে কড়াই ঢেকে দিতে হবে।

৩। কড়াই চুলা থেকে নামিয়ে রং মেশাতে হবে।

৪। মোম তৈরির সময় এবং এর উপকরণগুলো থেকে শিশুদের নিরাপদ দূরত্বে রাখতে হবে।

৫। কাজ শেষে মোমের ছাঁচটি পরিষ্কার করে সংরক্ষণ করলে তা দীর্ঘস্থায়ী হয়।

আয়ঃ

মোমবাতি তৈরি করার ব্যবসা করে আত্মনির্ভরশীল ভাবে নিজেকে গড়ে তোলা সম্ভব। আর একবার এই কাজ করে সফল হয়ে উঠলে নিজের পাশাপাশি অন্যেরও কর্মসংস্থান গড়ে তোলা যায়।

শুভ কামনা রইল।

Candle making business

Introduction:

Almost all countries of the world have the practice of using candles. In Bangladesh, there is a demand for it in every village or city. Its use is high especially in rural areas. Nowadays, the demand for candles with different colors and designs is also increasing day by day. Which is also used by nice people to decorate the house. So it is possible to earn extra income by making candles. Candles of various colors and designs can be made and supplied to shops in your area or nearby areas.

Necessary materials:

Paraffin is mainly used to make candles. Stearic acid is required to mix with it. Also yarn, dye, packet, label, glue, dice, knife, scissors, pan, mug, spoon, spoon, stove, soybean etc.

How to make candles:

The two halves of the wax-making dies are held together by a clamp. And inside it there are several candle-shaped grooves. First, the two parts of the mold must be separated by opening the shutter of the dies. After that, take oil on a cloth and apply it well in the grooves. So that the waxes can be removed easily. After that, the thread should be pulled and tied from top to bottom at the place where the thread is to be worn. Then the mold should be stuck well. Put white hard wax or paraffin in the pan and heat it. Before the wax melts completely, mix 10 parts of wax with 1 part of stearic acid. Care should be taken not to leave the caste on the stove for too long after the wax has melted. Otherwise the paraffin is likely to volatilize with the vapor. After that, the throat wax should be poured slowly into the grooves of the machine by using a mug or a spoon. Care should be taken so that there is no space inside. Therefore, the mold should be lightly shaken and the wax poured again until the entire mold is completely filled. After 25 to 30 minutes, when the waxes have cooled, take them out of the mold. Then the excess yarn should be cut. If necessary, the bottom of the candle should be cut flat to fit the candle well. In this way it is possible to make different designs of candles by using molds of different shapes.

Caution:

Things to be aware of while making candles –

1. Be careful when mixing stearic acid.

2. If the wax catches fire, immediately switch off the stove and cover the pan with a lid.

3. Remove the pan from the stove and mix the colors.

4. Children should be kept at a safe distance from wax preparation and its ingredients.

5. Cleaning and storing the wax mold after work makes it last longer.

Income:

It is possible to develop yourself in a self-reliant manner by making candles. And once you succeed in doing this, you can create employment for yourself as well as others.

Best wishes.