রপ্তানি ব্যবসা / Export business

ভূমিকাঃ

রপ্তানি ব্যবসা একটি আন্তর্জাতিক ব্যবসা। যেখানে এক দেশের পণ্য অন্য দেশে বিক্রয় করা হয়। অর্থাৎ, যখন বাংলাদেশের কোন পণ্য বিদেশে বিক্রয় করা হয় তখন তাকে বলা হয় রপ্তানি ব্যবসা। কোন দেশের মানুষর ক্রয় সক্ষমতার তুলনায় পণ্যের ঘাটতি থাকলে অথবা কোন পণ্য উৎপাদন করতে না পাড়লে তখন সেই দেশের আমদানির চাহিদা বাড়তে থাকে। আর এক দেশ যখন পণ্য আমদানি করে তখন অপর দেশের জন্য সেটি রপ্তানি বাণিজ্যে রুপ নেয়। তাই কেউ চাইলে রপ্তানি ব্যবসা করে লাভবান হওয়ার চেষ্টা করেতে পারে।

যেভাবে এই ব্যবসা আরম্ভ করা যায়ঃ

এই ব্যবসা আরম্ভ করার পূর্বে প্রথমে বিবেচনা করতে হবে যে কোন পণ্য নিয়ে এই কাজ করলে অধিক লাভবান হওয়া যাবে। কেউ চাইলে আবার একাধিক পণ্য নিয়েও কাজ করতে পারেন। একাধিক পণ্যে ইনভেস্ট করার ফলে ঝুঁকির পরিমাণও কমে যায়। তৈরি পোশাক, মাছ, চামড়া, পাট ইত্যাদি আরও নানা ধরণের পণ্য বাংলাদেশ রপ্তানি করে থাকে। এরপর পণ্য নির্ণয় করা হয়ে গেলে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। চাইলে আমদানি ও রপ্তানি উভয়ের জন্য লাইসেন্স আবেদন করা যেতে পারে। আবার চাইলে যে কোন একটির জন্য লাইসেন্স করতে পারেন। লাইসেন্স করার জন্য অবশ্যই আপনাকে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর ( বাণিজ্য মন্ত্রনালয়) থেকে নিবন্ধন করতে হবে। সেখানে ৩ থেকে ৪ হাজার টাকা ব্যয় করে একটি ফর্ম পূরণ করতে হবে। আর তার সাথে কিছু প্রয়োজনীয় সার্টিফিকেট প্রদান করতে হবে। যেমনঃ  ট্রেড লাইসেন্স এর ফটোকপি, টিন সার্টিফিকেট, ব্যাংক প্রত্যায়ন পত্র ইত্যাদি। এছাড়াও সঠিক স্থান নির্বাচন, যোগাযোগের অভিজ্ঞতা ও দক্ষতা, অন্য দেশের ভাষা আয়ত্ত করার দক্ষতা থাকলে ভালো। আর তা না পাড়লে শুধু ইংরেজিতে কথা বলতে পাড়লে ও এই ভাষায় ব্যবসার কাজ এগিয়ে নিয়ে যেতে পাড়লেও ব্যবসায় এগিয়ে যাওয়া সম্ভব।

লাভঃ

রপ্তানি ব্যবসা ব্যবসার মাধ্যমে একটি দেশ অন্যান্য দেশগুলোর কাছে পরিচিতি পায়। ফলে ভালো সক্ষতা গড়ে উঠে। আর অধিক বৈদেশিক মুদ্রা পাওয়া যায় যার ফলে বিনিময়ের কাজ আরও সহজ হয়ে যায়। সুতরাং, অচিরেই রপ্তানি ব্যবসা একটি লাভজনক ব্যবসা হিসেবে বিবেচ্য। যার থেকে একজন ব্যবসায়ী খুব সহজেই কোটি টাকা ইনকাম বা লাভ করতে পারে।

শুভ কামনা রইল।

English version

Export business

Introduction:

Export business is an international business. Where products of one country are sold in another country. That is, when any product of Bangladesh is sold abroad, it is called export business. If there is a shortage of products compared to the purchasing power of the people of a country or if it is unable to produce any product, then the import demand of that country increases. And when one country imports goods, it becomes an export trade for another country. So one can try to profit by doing export business if he wants.

How to start this business:

Before starting this business, you should first consider which products will be more profitable if you do this. One can also work with multiple products if desired. Investing in multiple products also reduces the amount of risk. Bangladesh exports various types of products such as ready-made clothes, fish, leather, jute etc. After the product has been determined, the license has to be applied for. Licenses can be applied for both import and export if desired. Again if you want you can license for any one. To obtain a license you must register with the Office of the Chief Controller of Imports and Exports (Ministry of Commerce). A form has to be filled by spending 3 to 4 thousand rupees there. And some necessary certificates should be provided along with it. For example: photocopy of trade license, tin certificate, bank confirmation letter etc. It is also good to have the right location selection, communication experience and skills, ability to master the language of other countries. And if not, it is possible to move forward in business even if you can only speak English and carry out business in this language.

Profit:

A country is known to other countries through export trade. As a result, good stamina is developed. And more foreign currency is available making exchange easier. So, soon export business is considered as a profitable business. From which a businessman can earn crores of takas very easily.

Best wishes.