সাবান একটি অতি প্রয়োজনীয় পণ্য। অল্প টাকা বিনিয়োগ করে সাবান তৈরির ব্যবসা শুরু করতে পারেন। কয়েক ধরনের সাবান আছে। কারখানা শুরুর আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ধরনের সাবান উৎপাদন করতে চান। কাপর ধোয়ার সাবান, গায়ে দেয়ার নরমাল সাবান, রঙ ফর্সা করার সাবান, জীবাণু নাশক সাবান ইত্যাদি।
সাবান তৈরিতে যা যা লাগবেঃ
চর্বি, কাস্টার অয়েল, কোকোনাট অয়েল, স্টিয়ারিক অ্যাসিড, কস্টিক সোডা, রঙ, রোডামিন বি এক্সট্রা, সুগন্ধি মিশ্রন, পাম রোজ অয়েল, ল্যাভেন্ডার অয়েল ইত্যাদি।
স্থায়ী মূলধন ও যন্ত্রপাতিঃ বড় চুলা, কোড়াই, সাবান তৈরির ফ্রেম, সাবান কাটার মেশিন, হ্যামার মেশিন, সাবানের উপর ছাপ দেয়ার জন্য ডাই, সাবানের চিন্স তৈরির মেশিন। সব মিলে প্রায় ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।
কাঁচামাল বাবদ, কারখানা ভাড়া, শ্রমিকের বেতন বাবদ প্রায় ২ লক্ষ লাগবে।
এই ব্যবসার যন্ত্রপাতি নবাবপুর ও পুরান ঢাকায় পাবেন। এই ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই ট্রেইনিং করতে হবে। এই ব্যবসায় লাভ অনেক। ভালো ভাবে মোড়ক করতে পারলে মাসে ১ লাখ থেকে ১.৫০ লাখ টাকা লাভ করা সম্ভব।
শুভ কামনা রইল।
English Version
Soap is an essential product. You can start a soap making business by investing a little money. There are several types of soap. Before starting the factory you have to decide what kind of soap you want to produce. Cloth washing soap, normal soap to apply on the skin, lightening soap, disinfectant soap etc.
Required things to make soap:
Fats, castor oil, coconut oil, stearic acid, caustic soda, color, rhodamine B extra, perfume, palm rose oil, lavender oil etc.
Fixed capital and equipment:
Large stove, Large Pan, soap making frame, soap cutting machine, hammer machine, soap dye, soap chins making machine. In all, you have to invest around 2 lakh taka.
It will cost around Taka 2 lakh for raw materials, factory rent and wages of workers. You will find this business equipment in Nawabpur and Old Dhaka. To do this business you must have training. There are many benefits to this business. If you can wrap it well, you can earn 1 lakh to 1.50 lakh rupees per month.
Good luck.