সুপারশপ দোকানের ব্যবসা/ Super shop store business

ভূমিকাঃ

মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য সুপারশপগুলোর ব্যবহার করে থাকেন। হঠাৎ করে কোন কিছু কেনার হলে বাসস্থানের আশেপাশে থকা সুপারশপে চলে যান। এখানে প্রায় সবধরনের পণ্য পাওয়া যায়। যার ফলে সময় এবং অর্থ সবই সেভ হয়। তাই বর্তমানে দেশে ধীরে ধীরে সুপারশপগুলোর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই এই ব্যবসা করার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, স্থান নির্ণয়, টার্গেট মার্কেট এবং ক্রেতা, মূলধন নির্ধারণ, লাইসেন্স ইত্যাদি বিষয় খেয়াল রাখতে হবে। তার ফলে এই ব্যবসায় খুব সহজেই লাভবান হওয়া সম্ভব।

একটি সুপারশপ দোকান স্থাপনের বিবেচ্চ্য বিষয়ঃ

একটি ব্যবসা স্থাপনা করার পূর্বে তার জন্য সঠিক পরিকল্পনা করা আবশ্যক। কারণ পরিকল্পনা গঠন না করে কোন কাজে নেমে পড়লে তার থেকে সফলতা পাওয়া সম্ভব নয়। এক কথায় যে কোন কাজের জন্য পরিকল্পনা বাধ্যতামূলক। পরিকল্পনা অনুযায়ী স্থান নির্ণয় করতে হবে। যাতে তা এমন কোন জায়গায় হয় যেখানে অতি সহজেই পণ্য ক্রয়-বিক্রয়, পরিবহণ, গুদামজাতকরণ ইত্যাদি কাজ করা যায়। এবং যেখান থেকে খুব সহজেই ক্রেতা আকর্ষণ সৃষ্টি করা যায়। এবং অধিক ক্রেতা পাওয়া যায়। এরপর মার্কেট এবং ক্রেতা টার্গেট করতে হবে। বাজারে কোন পণ্য অথবা কোন ব্র্যান্ডের কোন পণ্য অধিক চাহিদা রাখে সেই দিক বিবেচনা করে পণ্য নির্বাচন করত হবে। সঠিক পণ্য নির্বাচনের ফলে বাজারে উক্ত দোকানের চাহিদা তৈরি করা যাবে। আবার ক্রেতা টার্গেট করার মাধ্যমে একটি এলাকা বা মহল্লার লোকজনের বয়স, আয়, রুচি, চাহিদা ইত্যাদি বিষয়ের প্রতি খেয়াল রেখে পণ্য নির্বাচন করা হলে খুব সহজেই লাভবান হওয়া যায়। মনে রাখতে হবে এখানে ক্রেতারা কম সময়ে যাতে প্রয়োজনীয় পণ্য খুব সহজেই হাতের নাগালে পেয়ে যায় তাই এসে থাকেন। তাই পণ্য নির্বাচনের সময় সকল পণ্য এবং প্রয়োজনীয়তা লক্ষ্য রেখে নির্বাচন করতে হবে। যেমনঃ এখানে কাঁচাবাজার( মাছ, মাংস, সব্জি, ফল ইত্যাদি), প্রসাধনী, সরঞ্জামাদি, পোশাক ইত্যাদি আরও নানা ধরণের পণ্য বিক্রয়ের ব্যবস্থা করা যায়। বাংলাদেশে আগরা, স্বপ্ন ইত্যাদির মতো দোকানগুলো তাদের কাজের মাধ্যমে জনগণের উপর একটা একটা প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মূলধন গথঠন করা। একটি দোকানের ভাড়া, পণ্য দোকানে মজুত করা, রাখার জন্য গুদামজাতকরণের ব্যবস্থা করা, পরিবহণ খরচ ইত্যাদি আর অনেক দিক বিবেচনা করে মূলধন গঠন করতে হবে। এই সব করতে নুন্যতম ৬০ থেকে ৭০ লাখ এর মতো খরচ হতে পারে। এরপর কর্মচারী রাখা হলে তার বেতন বাবদ আলাদা খরচ ধরতে হবে। তার পাশাপাশি গ্যাস, পানি, বিদ্যুৎ বিল, সাজসজ্জা ইত্যাদি বাবদ খরচ ধরতে হবে। আর যদি দোকান ক্রয় করা হয় তবে সে ক্ষেত্রে আরও  ২০ থকে ২৫ লাখ এর মত মূলধনের পরিমাণ বৃদ্ধি করতে হতে পারে। এরপর ট্রেড লাইসেন্স, দোকানের রেজিস্ট্রেশন, দোকানের স্থানের রেজিস্ট্রেশন, ফুড লাইসেন্স ইত্যাদি আইনগত ভাবে নিতে হবে। তাছাড়াও পণ্যের দাম নির্ধারণ, GSTI registration,  কর্মচারী রাখা, বিজ্ঞাপন ইত্যাদি বিষয়ের দিকেও খেয়াল রাখতে হবে।

আয়ঃ

সঠিকভাবে ব্যবসায়ের সকল পদ্ধতি কাজে লাগিয়ে খুব সহজেই চাইলে লাভবান হওয়া যায়। বাংলাদেশে এখন সুপারশপগুলোর চাহিদা দিন দিন বাড়ছে। তাই নতুন ব্যবসা স্থাপনের ক্ষেত্রে এই ব্যবসা আইডিয়া সফল একটি আইডিয়া হতে পারে। যার থেকে বছরে প্রায় কোটি টাকা পর্যন্ত লাভ আসা করা যায়।

শুভ কামনা রইল।

English version.

Super shop store business

Introduction:

People use super shops to buy their necessary goods. If you want to buy something suddenly, go to the nearby supermarket. Almost all kinds of products are available here. This saves both time and money. Therefore, the demand for super shops is gradually increasing in the country. Therefore, proper planning, location, target market and buyers, capital determination, license etc. should be taken care of in doing this business. As a result, it is possible to profit very easily in this business.

Considerations for setting up a super shop store:

Proper planning is essential before setting up a business. Because it is not possible to get success if you start something without planning. In short, planning is mandatory for any work. The location should be determined according to the plan. So that it is in a place where buying and selling of goods, transportation, warehousing etc. can be done very easily. And from where you can easily attract customers. And more buyers are available. After that, the market and customer should be targeted. The product should be selected considering which product or which brand has more demand in the market. Choosing the right product will create demand for the store in the market. Again by targeting the customers, if the products are selected keeping in mind the age, income, taste, needs etc. It should be remembered that buyers come here so that the necessary products can be easily reached in less time. So while selecting the product, all the products and requirements should be selected. For example: Raw market (fish, meat, vegetables, fruits, etc.), cosmetics, equipment, clothing, etc. Shops like Agora, Swapno etc. in Bangladesh have been able to create an impact on the people through their work. Then the most important thing is to raise capital. Rent of a shop, stocking of products in the shop, warehousing arrangements for storage, transportation cost etc. etc. etc. capital formation has to be considered. All this can cost at least 60 to 70 lakhs. After that, if the employee is retained, separate expenses will be charged for his salary. Apart from that, gas, water, electricity bills, decorations etc. should be taken into account. And if the shop is purchased, then in that case the amount of capital may have to be increased from 20 to 25 lakhs. Then trade license, shop registration, shop location registration, food license etc. should be taken legally. Apart from this, product pricing, GSTI registration, employee retention, advertising etc. should also be taken care of.

Income:

By using all the business methods correctly, you can easily make a profit. The demand for super shops in Bangladesh is increasing day by day. So this business idea can be a successful idea in setting up a new business. From which a profit can be made up to crore of taka per year.

Best wishes.