Auto Cleaning Business / গাড়ি ধোয়ার ব্যবসাঃ

আপনার রাস্তার পাশে জায়গা আছে এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, তাহলে আপনি গাড়ি ধোয়ার ব্যবসা করতে পারেন। এই ব্যবসা করতে তেমন কোন কারিগরি যোগ্যতার প্রয়োজন হয় না। গাড়ি ধোয়ার গ্যরেজে একটু দেখলেই এই কাজ করা যায়।

কিভাবে শুরু করতে হয়ঃ

এই ব্যবসা করতে খোলা জমি এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে। প্রথমে একটি উঁচু স্থান বানাতে হবে যেখানে গাড়ি উঠিয়ে গাড়ি ধুতে হয়। একটি লম্বা পানির পাইপ লাগবে গাড়ি ধোয়ার জন্য। গাড়ির গ্লাস গুলো খুব সাবধানে পরিষ্কার করতে হয়, ব্রাশের সাহায্যে শ্যাম্পু ব্যবহার করে এমন ভালো ভাবে গাড়ি ধুতে হবে যেন গারিতে কোনো দাগ না পড়ে। এই ব্যবসা করতে দক্ষ শ্রমিক পাওয়া যায়। আপনি কন্ট্রাক্টে কাজ করাতে পারবেন। প্রতি গাড়ি ধোয়া অনুযায়ী তাকে বেতন দিতে পারেন।

মূলধনঃ জমি লিজ নিতে বেশ কিছু টাকা লাগবে। জায়গা বুঝে লিজ এর টাকা নির্ধারিত হয়। আর মোটামুটি ১ থেকে ১.৫০ লক্ষ টাকায় এই ব্যবসায় শুরু করতে পারবেন।

আয়ঃ এই ব্যবসায় থেকে আয় বেশ ভালই। মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা আয় করা সম্ভব। আপনি নিজে যদি কাজ করেন এবং এই সেবাটা ভালভাবে দিতে পারেন তাহলে এখান থেকে আরও বেশি আয় করা সম্ভব। 

শুভ কামনা রইল।

English Version:

If you have space on the side of the road and adequate water supply, then you can start a car wash business. No technical skills are required to do this business. This can be done by looking at the car wash garage.

How to get started: To do this business, open land and adequate water must be provided. First you have to make a high place where you have to lift the car and wash the car. It takes a long water pipe to wash the car. The windows of the car have to be cleaned very carefully, the car should be washed in a good way using the shampoo with the help of a brush so that there are no stains on the car. Skilled workers are available to do this business. You can work on a contract basis. You can pay him according to every car wash.

Capital: It will take some money to lease the land. The lease money is determined by understanding the place. And you can start this business for around Tk 1 to 1.50 lakh.

Income: The income from this business is quite good. It is possible to earn Tk 50 thousand to 1 lakh per month. It is possible to earn more from this if you work on your own and can provide this service well.

Good luck.