Introduction:
Currently, you can earn by writing through various websites. In this case, a company can have its own site or an individual can do this by buying his own site. Most of the youths are now becoming focused on this type of work.
Type of work:
Youngsters can start their career as a content writer along with studies if they want. Along with studies, it is very easy to earn from this if you can do content writing work properly. In this case, more priority is given to writing on various topics. For example, business information may be a different matter. Again, sports related information can be contained within a separate topic. As a result, no one will have trouble finding the information they need. It is easy to make ends meet with the income generated by content writing. And the person becomes self-reliant. On the other hand, his skills and knowledge increase through this work. It can also be taken up as a profession later on. Which is really considered as a respectable profession. Freelancing work can also be done. There are lots of jobs on sites like up work, amazon and freelancing. You can also write a book and sell it on Amazon.
Income:
If you want to earn from this work, you must first pay attention to this work. If this is done properly then it is easy to earn from it. After writing content on a website, the views gradually increase and the income increases. If you do writing work, you can earn about 1 lakh per month.
Best wishes.
বাংলা অনুবাদ
কনটেন্ট রাইটিং
ভূমিকাঃ
বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে লিখালিখি করে ইনকাম করা যায়। এক্ষেত্রে কোন কোম্পানির নিজস্ব সাইট হতে পারে অথবা ব্যক্তি নিজস্ব সাইট কিনেও এই কাজটি করতে পারে। বেশিরভাগ তরুণরা বর্তমানে এই ধরণের কাজের প্রতি মনোযোগী হয়ে উঠছেন।
কাজের ধরণঃ
তরুণরা চাইলে পড়াশোনার পাশাপাশি একজন কনটেন্ট রাইটার হিসাবে তাদের ক্যারিয়ার আরম্ভ করতে পারেন। পড়াশোনার পাশাপাশি কনটেন্ট রাইটিংয়ের কাজটি সঠিক ভাবে করতে পারলে এখান থেকে আয় করা খুব সহজ। এই ক্ষেত্রে বিভিন্ন বিষয় ভিত্তিক লিখাকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। যেমনঃ ব্যবসায় সংক্রান্ত তথ্যাবলি একটি আলাদা বিষয় হতে পারে। আবার খেলাধুলা সংক্রান্ত তথ্য আলাদা বিষয়ের ভিতর থাকতে পারে। এর ফলে যে কারোই তার প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে আর সমস্যা হবে না। কন্টেন্ট লিখালিখি করার মাধ্যমে যে আয় হয় তা দিয়ে অনায়াসেই হাত খরচ চালানো সম্ভব। এবং ব্যক্তি স্বাবলম্বী হয়ে উঠে। অন্যদিকে তার স্কিল আর জ্ঞান বাড়ে এই কাজের মাধ্যমে। এটিকে পরবর্তীতে পেশা হিসেবেও গ্রহণ করা যায়। যা আসলেই সম্মানজনক পেশা হিসাবে ধরা হয়ে থাকে। এছাড়াও ফ্রিলান্সিং এর কাজ ও করা যেতে পারে। up work, amazon এবং ফ্রিল্যন্সিং এর মত সাইট গুলতে প্রচুর কাজ থাকে। আবার নিজে বই লিখে আমাজনে বিক্রি করা যায়।
আয়ঃ
এই কাজ থেকে আয় করতে চাইলে আগে এই কাজের প্রতি মনোযোগী হতে হবে। যদি সঠিকভাবে এই কাজ করা যায় তাহলে এর থেকে আয় করা সহজ। একটি ওয়েবসাইটে কন্টেন্ট লিখার পরে আস্তে আস্তে এর ভিউ বাড়ার ফলে আয় বাড়তে থাকে। লিখালিখির কাজ করলে মাসে প্রায় ১ লাখ এর মতো আয় করা যায়।
শুভ কামনা রইল।