Earn through YouTube blogging video/ ইউটিউব ব্লগিং ভিডিও তৈরি করে আয়

ভূমিকাঃ

অনলাইন এর মাধ্যমে আয় করার একটি জনপ্রিয় মাধ্যম হল ইউটিউব ব্লগিং। বর্তমানে প্রায় অনেক মানুষকেই এই কাজ করতে দেখা যায়। এর মাধ্যমে আয় করার পাশাপাশি সুন্দর সময় পার করা যায়।

ইউটিউব অ্যাকাউন্ট খোলার উপায়ঃ

প্রথমে গুগল ক্রোম এ গিয়ে YouTube.com যেতে হবে। অথবা মোবাইলে অ্যাপ থেকেও যাওয়া যাবে। এরপর উপরে ডান পাশে sign in এ গিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। নাম, ই-মেইল ফোন নাম্বার ইত্যাদি দিয়ে সত্যতা যাচাই করতে হবে। তারপর তাদের কিছু শর্ত মানলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

ইউটিউব চ্যানেল খোলার উপায়ঃ

অ্যাকাউন্ট খোলার পর আসে চ্যানেল খোলার পালা। সেক্ষেত্রে অ্যাকাউন্টে গিয়ে আইকন বার এ ক্লিক করে create channel এ গিয়ে চ্যানেলটি তৈরি করা যায়। অথবা সেটিংস্‌ এ গিয়ে create a new channel এ ক্লিক করে নতুন চ্যানেল তৈরি করা যায়।

কি কি থাকতে পারে চ্যানেলেঃ

একটি ইউটিউব চ্যানেলে চাইলেই নানান ধরনের কন্টেন্ট থাকতে পারে। যেমনঃ গেমিং, ভ্রমণ ভিডিও, রিএক্ট ভিডিও, ব্লগিং ইত্যাদি। তবে বেশিরভাগ মানুষই ব্লগিং করতে পছন্দ করে। সারাদিন কি করে অথবা দিনের একটি নির্দিষ্ট সময় কিভাবে পার করে তারা তার মাধ্যমে সবাইকে দেখিয়ে থাকে। আবার অনেকেই ছোটোখাটো ব্যবসার( হোম মেইড ফুড ডেলিভারি, ক্রাফটিং ইত্যাদি) প্রচার চালায়। এর ফলে তারা নতুন গ্রাহক পেয়ে থাকেন।

আয়ঃ

একটি চ্যানেল থেকে আয় করতে নুন্যতম ১ মিলিয়ন সাবসস্ক্রাবার হতে হয়। এর পর এর ভিউ এর উপর ভিত্তি করে আয় করা যায়। যত ভিউ আর সাবসস্ক্রাইবার বাড়বে ততো আস্তে আস্তে আয় বৃদ্ধি পেতে থাকবে।

শুভ কামনা রইল।

Earn through YouTube blogging video

Introduction:

A popular way to earn money online is YouTube blogging. Nowadays almost many people are seen doing this. Through this you can have good time along with earning.

How to open YouTube account:

First go to YouTube.com by going to Google Chrome. Or can be sent from the mobile app. Then go to sign in on the top right side and open a new account. Authenticity should be verified by name, e-mail phone number etc. Then the account will be created if they meet some conditions.

How to open YouTube channel:

After opening the account comes the turn to open the channel. In that case, the channel can be created by going to the account and clicking on the icon bar and going to create channel. Or you can create a new channel by going to the settings and clicking on create a new channel.

What can be in your channel:

A YouTube channel can have a wide variety of content. Like: Gaming, Travel Videos, React Videos, blogging etc. But most people prefer blogging. They show everyone what they do all day or how they spend a certain time of the day. Many also promote small business (home maid food delivery, crafting etc.). As a result they get new customers.

Income:

A channel needs to have at least 1 million subscribers to earn. After that you can earn based on its views. As the views and subscribers increase, the income will gradually increase.

Best wishes.