Furniture manufacturing business(wood) / কাঠের আসবাবপত্র তৈরির ব্যবসা

ভূমিকাঃ

বাংলাদেশসহ বিশ্বের সকল দেশে কাঠের তৈরি আসবাবপত্রের চাহিদা অনেক বেশি। কাঠের মানের উপর নির্ভর করে এসব আসবাবের দাম ধরা হয়। খাট, আলমারি, সোফা সেট ইত্যাদি সহ আরও অনেক ধরণের আসবাবের ব্যবহার লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, দরজাসহ ঘরের সাজ-সজ্জাতেও বিভিন্ন ধরণের কাঠের ব্যবহার দেখতে পাওয়া যায়।

ব্যবসায় আরম্ভ করার আগে বিবেচ্চ্য বিষয়ঃ

কাঠের তৈরি আসবাব নিয়ে ব্যবসা করার আগে অবশ্যই এই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যে কাঠ এবং আসবাব তৈরির কাজ সম্পর্কে সঠিক জ্ঞান আছে কি না। বাজারে অনেক ধরণের কাঠ পাওয়া যায়। তবে আসবাবের জন্য অবশ্যই টেকসই, অনেক সময় ভালো থাকবে দামে কম, ভালো মানের কাঠ হতে হবে। বাংলাদেশে আসবাব তৈরির জন্য বহুল জনপ্রিয় সেগুণ কাঠ। এর দাম একটু বেশি হলেও ভালো মানের হয়ে থাকে। এর বাইরেও আরও নানা ধরণের কাঠের ব্যবহার লক্ষ্য করা যায়। তাছাড়া আসবাব তৈরি করার জন্য দক্ষ কারিগরের প্রয়োজন। আবার ভালো মানের কাঠের জন্য বিভিন্ন ডিলারদের সাথেও যোগাযোগ থেকে আবশ্যক। আর দাম সম্পর্কেও ভালো জ্ঞান থাকতে হবে যাতে কাঠ কিনে আনার সময় আর বিক্রির সময় ক্ষতির সম্মুখীন না হতে হয়। এছাড়াও ব্যবসায়ের কাজ পরিচালনা করার জন্য সঠিক লোকেশন থাকা প্রয়োজন। এমন এলাকায় দোকানের স্থান নির্ণয় করতে হবে যেখানে সহজেই ক্রেতা পাওয়া যায়। যেমনঃ পুরান ঢাকা, মোহাম্মদপুর টাউন হল ইত্যাদি স্থানে কাঠের তৈরি আসবাবের দোকান বেশি দেখতে পাওয়া যায়।

যেইসব জিনিস বা আসবাব তৈরি, রাখা এবং বিক্রয় করা যায়ঃ

কাঠের তৈরি আসবাবের কদর আদিম কাল থেকেই চলে আসছে। এর ব্যবহার কখনোই কমে না। যেমনঃ কাঠের খাট, আলমারি, টেবিল, চেয়ার ইত্যাদি। এইসব পণ্য বানানোর জন্য দক্ষ ও নিপুণ কারিগরেরও প্রয়োজন। এর পাশাপাশি যুগ উপযোগী ডিজাইন, সহজে বহন করা যায় এমন, কম দাম, উন্নত মানসম্পন্ন ইত্যাদি হতে হবে।

লাভঃ

এই ব্যবসায় লাভবান হওয়া যেমন সহজ তেমনি ক্ষতি হওয়াও সহজ। দক্ষ পরিচালনা না করলেই কম সময়ের মধ্যে অধিক লাভবান হওয়া সম্ভব।

শুভ কামনা রইল।

Furniture manufacturing business(wood)

Introduction:

The demand for wooden furniture is very high in all countries of the world including Bangladesh. The price of these furniture depends on the quality of the wood. Use of many other types of furniture including cots, cupboards, sofa sets etc. can be observed. Not only that, different types of wood can be seen in the decoration of the house including doors.

Things to consider before starting a business:

Before starting a business with wooden furniture, one must ensure that one has proper knowledge of wood and furniture making. There are many types of wood available in the market. But the furniture must be durable, long-lasting, low-cost, good-quality wood. Teak wood is very popular for making furniture in Bangladesh. Its price is a little higher but it is of good quality. Apart from this, the use of various types of wood can be observed. Moreover, skilled craftsmen are needed to make furniture. Again contact with different dealers is also necessary for good quality wood. And one should have good knowledge about the price so that one does not have to face loss while buying and selling wood. It is also necessary to have the right location to conduct business operations. The store should be located in an area where customers can be easily found. For example, wooden furniture shops can be found in Old Dhaka, Mohammadpur Town Hall etc.

Goods or furniture which may be manufactured, kept and sold:

Furniture made of wood has been valued since ancient times. Its use never diminishes. For example: wooden bed, cupboard, table, chair etc. Skilled and skilled craftsmen are also needed to make these products. Apart from this it should be contemporary design, easy to carry, low cost, high quality etc.

Profit:

It is as easy to make a profit in this business as it is to make a loss. It is possible to make more profit in less time without efficient management.

Best wishes.