ভূমিকাঃ
অনলাইন শপিং এর একটি বহুল জনপ্রিয় মাধ্যম হিসেবে বর্তমানে ফেসবুক পেজগুল ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। অনলাইনে মানুষ কম খরচে পণ্য ঘরে বসেই খুব সহজে পেয়ে যায়। আপনি যদি এই ব্যবসায় ভালোকরে আয়ত্তে আনতে পারেন তাহলে আপনি খুব কম সময়ে অধিক ইনকাম করতে পারবেন।
ফেসবুক পেজ তৈরি করার উপায়ঃ
ফেসবুক পেজ তৈরি করার জন্য সবার আগে facebook.com / business এ গিয়ে উপরে সর্বডানে create a page এ ক্লিক করতে হবে। এরপর সেখানে ব্যবসা সম্পর্কে বিভিন্ন অপশন পাওয়া যাবে। তারপর পেজটির জন্য প্রোফাইল আর কভার ফটো আপলোড দিতে হবে। এর মাধ্যমে পেজটি সক্রিয় হয়ে উঠবে। তারপর পেজটির সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। তারপর একটি সুনির্দিষ্ট ব্যবহারকারীর নাম বা user name দিতে হবে। একে vanity URL বলা হয়। এর মাধ্যমে সবাই খুব সহজে পেজটি খুঁজে পাবেন। এরপর about এ গিয়ে সব তথ্য পূরণ করতে হবে। সবশেষে সবাইকে আমন্ত্রণ দেওয়ার আগে কিছু প্রয়োজনীয় বিষয়বস্তু শেয়ার করতে হবে যাতে যারা পেজটিতে প্রবেশ করবেন তারা এর কাজ সম্পর্কে সহজেই জানতে পারেন।
কি কি থাকতে পারেঃ
পেজ তৈরি করার পূর্বেই নির্ধারণ করতে হবে যে সেখানে কি ধরণের পণ্য বিক্রয় করা হবে। পণ্যের চাহিদা অনুযায়ী পণ্য নিয়ে কাজ করতে হবে। যেমনঃ পোশাক, গহনা, প্রসাধনী ইত্যাদি বর্তমানে মানুষ বিভিন্ন পেজ থেকে কিনতে পছন্দ করে। এরফলে অনেক অপশন একসাথে পাওয়া যায় আবার একটু খুঁজে দেখলে একই পণ্য অন্য পেজ এ কম দামে পাওয়া যায়। তাই একই সাথে অনেক পণ্য বা যেকোনো একটি পণ্য নিয়েও কাজ করা যায়।
লাভঃ
“জহরত” একটি ফেসবুক শপিং পেজ। এর প্রতিষ্ঠাতাগণ মাত্র ১৫ হাজার মূলধন নিয়ে এর ব্যবসা আরম্ভ করেন। প্রথমে ছোট পরিসরে শুরু করার পর আস্তে আস্তে ব্যবসায় লাভ আসতে থাকে। এইভাবে আপনিও পারেন ফেসবুক পেজ তৈরি করে ব্যবসা আরম্ভ করতে। চাইলে ১০ থেকে ২০ হাজার বা তারও কম মূলধন গঠন করে এই ব্যবসা আরম্ভ করা যায় পরবর্তীতে জনপ্রিয়তা লাভের পাশাপাশি লাখ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। যার জন্য ধরজ আর কোঠর পরিশ্রম করা প্রয়োজন।
শুভ কামনা রইল।
Shopping business through Facebook page
Introduction:
As a very popular means of online shopping, Facebook pages have gained a lot of popularity these days. Online people can easily get cheap products at home. If you can master this business well then you can earn more in less time.
Ways to create a Facebook page:
To create a Facebook page, first go to facebook.com / business and click on create a page at the top right. Then there will be various options about the business. Then upload the profile and cover photo for the page. This will activate the page. Then give a brief description about the page. Then give a specific user name or user name. This is called a vanity URL. Through this, everyone will find the page very easily. Then go to about and fill all the information. Finally, before inviting everyone, share some essential content so that those who enter the page can easily understand its function.
What can be there:
Before creating the page, you need to decide what kind of products will be sold there. Work with the product according to the demand of the product. For example: clothes, Jewelry, cosmetics etc. nowadays people prefer to buy from different pages. As a result, many options are available together, and if you look a little, the same product is available at a lower price on other pages. So many products or any one product can be worked on at the same time.
Profit:
“Jaharat” is a Facebook shopping page. Its founders started their business with only 15 thousand capital. After starting on a small scale at first, the business started to get profitable. In this way you can also start a business by creating a Facebook page. If you want, you can start this business by forming a capital of 10 to 20 thousand or less. Later, besides gaining popularity, you can earn up to lakhs of taka. For that you have to work hard.
Best wishes.