খেলাধুলার সঙ্গে জড়িত এমন সব পণ্যের ব্যবসা সারা পৃথিবী জুড়েই বিদ্যমান। আমাদের দেশে এই ব্যবসা নতুন নয়। তবে আমাদের দেশে খেলাধুলার সামগ্রীর ব্যবসার প্রচুর সম্ভাবনা রয়েছে। যারা খেলাধুলা করতে বা খেলাধুলা পছন্দ করেন আজকের এই ব্যবসার আইডিয়া তাদের জন্য। এই ব্যবসার মাধ্যমে আপনার ইনকামের যেমন ব্যবস্থা হবে, তেমনি খেলাধুলা প্রেমীদের শখ পূরণের জন্য অবদান রাখতে পারবেন। এতে আপনার সামাজিক মর্যাদা ও বৃদ্ধি পাবে।
সম্ভাব্য পুঁজি: মাঝারি ধরনের একটি খেলাধুলার সামগ্রীর ব্যবসার জন্য আপনাকে ৫ থেকে ১০ লক্ষ টাকা মূলধন হিসেবে বিনিয়োগ করতে হবে। এখানে উল্লেখ্য যে এলাকাভেদে আপনার দোকানের ভাড়া এবং দোকানের এডভান্স কমবেশি হতে পারে সে ক্ষেত্রে ব্যবসার মূলধন আরও বেড়ে যেতে পারে।
সম্ভাব্য দোকান: আপনার দোকান টি এমন এক জায়গায় দিতে হবে যেখানে মানুষের প্রচুর সমাগম ঘটে। দোকানের পণ্য সামগ্রী এমনভাবে সাজাতে হবে যেন বাহির থেকেই বুঝা যায় যে আপনার দোকানে খেলাধুলার সামগ্রী পাওয়া যায়। দোকানের নাম টাও খেলাধুলার সামগ্রী শব্দের সাথে মিল রেখে দোকানের নাম রাখা যেতে পারে।
এই ব্যবসার সুবিধা: এ ব্যবসার প্রধান সুবিধা হল খেলাধুলার সামগ্রীর সবসময় প্রচুর চাহিদা থাকে। খেলোয়াড় ছাড়াও এলাকার শিশু-কিশোর এবং উঠতি বয়সী তরুণ বয়স্ক আপনার কাস্টমার হতে পারে।
যেখান থেকে পণ্য সংগ্রহ করবেন: প্রথমদিকে আপনি বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট থেকে খেলাধুলা সামগ্রী সংগ্রহ করতে পারেন। এছাড়াও নবাবপুর এবং চকবাজার থেকেও খেলাধুলার সামগ্রী সংগ্রহ করতে পারবেন। ইম্পোর্টার দের কাছ থেকে খেলাধুলার সামগ্রী সংগ্রহ করতে পারলে আপনি প্রচুর লাভ করতে পারবেন। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি পেলে নিজেই বিভিন্ন দেশ থেকে ইমপোর্ট করে পণ্য বিক্রয় করতে পারবেন।
লাভ: এই ব্যবসায় লাভ অনেক। সাধারণত ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত লাভ থাকে। তবে আপনাকে এই ব্যবসার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, কাস্টমার সার্ভিস ভালো করে দিতে পারলে অল্প সময়ের মধ্যেই আপনি এই ব্যবসা জমজমাট করতে পারবেন। আপনার মনে রাখতে হবে কাস্টমার সার্ভিস এবং উন্নত মানের প্রোডাক্ট আপনি দোকানে রাখলে প্রচুর পরিমাণে সেল করতে পারবেন। আপনার দোকানের সুনাম বৃদ্ধি পেলে আপনার দৈনিক বিক্রয় বেড়ে যাবে।
ধন্যবাদ
English Version
Sporting goods business
The business of all the products involved in sports exists all over the world. This business is not new in our country. However, there is a lot of potential for sports goods business in our country. Today’s business idea is for those who like to play sports. This business will be able to manage your income as well as contribute to fulfilling the hobbies of sports lovers. This will increase your social status.
Potential Capital: For a medium-sized sporting goods business, you need to invest taka 5 to 10 lakhs as capital. Note that the business capital can be further increased in case the rent and advance of your shop may be less in the area.
Potential stores: Your store should be located in a place where a lot of people gather. Store products should be arranged in such a way that it is clear from the outside that sporting goods are available in your store. The name of the shop can also be matched with the word sport content.
Advantages of this business: The main advantage of this business is that there is always a huge demand for sporting goods. In addition to players, children and teenagers in the area can be your customers.
Where to collect products: In the beginning you can collect sports goods from Bangabandhu Stadium Market. You can also collect sports equipment from Nawabpur and Chawkbazar. You can get a lot of profit if you can collect sports goods from importers. As your business grows, you will be able to import and sell products from different countries.
Profit: There is a lot of profit in this business. Usually the profit is 20 to 40 percent. But you have to work hard for this business, if you can do good customer service, you will be able to make this business flourish in a short time. You need to keep in mind that customer service and high quality products can sell well in stores. As your stores reputation grows, also increase your daily sales.
Thanks