ওয়েব সাইট ডিজাইন সারা পৃথিবী জুড়ে একটি জনপ্রিয় বিজনেস। আপনার যদি ওয়েব সাইট ডেভেলপমেন্টের অভিজ্ঞতা থাকে তবে এই আইডিয়াটি আপনার জন্য। এখন ছোট বড় প্রতিটি প্রতিষ্ঠানই তাদের বিজনেস এর জন্য একটি ওয়েব সাইটের প্রয়োজনীয়তা অনুভব করে। আমাদের দেশে এই ওয়েব সাইট ডিজাইনের বিজনেস এর চাহিদা অনেক। শুধু আমাদের দেশে না সারা পৃথিবী জুড়ে এই বিজনেস এর চাহিদা রয়েছে। আপনি বাসায় বসে বা ছোট একটি অফিস নিয়ে এই বিজনেস শুরু করে দিতে পারেন।
যোগ্যতাঃ এই বিজনেস শুরু করতে গেলে আপনাকে অবশ্যই ওয়েব সাইট ডিজাইনের কাজ জানতে হবে। এ জন্য আপনাকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন- এইচটিএমএল, পিএইচপি, জাভা স্ক্রিপ্ট, সিএসএস, ডেটাবেইস ইত্যাদি বিষয়গুলোতে ভালো ধারণা রাখতে হবে।
সম্ভাব্য মূলধনঃ সাধারনত ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা প্রয়োজন হতে পারে। এর সাথে আপনি যদি অফিস নিয়ে কাজ করেন তাহলে অফিস ভাড়া এবং আরও কিছু খরচ বেড়ে যাবে।
কাজ কোথায় পাবেনঃ আপনি আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে সরাসরি কাজের জন্য যোগাযোগ করতে পারেন। আপনি আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমেও ক্লায়েন্ট জোগাড় করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে বা প্রসিদ্ধ অনলাইন সাইট গুলোতেও আপনি আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। আর দেশে বসে বিদেশের কাজ করতে চাইলে আপনাকে কিছু সাইট এ রেজিস্ট্রেশান করে আপনার পোর্টফলিও তৈরি করে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। জনপ্রিয় সাইট গুলো হল-
- upwork.com
- elence.com
- freelancer.com
- getacoder.com etc.
আপনি যে মার্কেট প্লেস থেকেই কাজ করতে চান না কেন, সবার আগে আপনাকে সেখানকার নিয়ম মেনে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আপনার কাজের দক্ষতা উল্লেখ করে একটি সিভি বা প্রোফাইল তৈরি করতে হবে। সিভিতে লিখুন আপনি কি ধরনের কাজ করতে পারেন বা করতে চান। আপনার ঘণ্টায় বা কাজের বিনিময়ে আপনি কত ডলার চান। তবে শুরুতে কাজ পাওয়া কঠিন তাই পারিশ্রমিক কম চাওয়াই ভালো। ভাগ্য ভালো থাকলে কাজ পেয়ে যেতে পারেন সহজেই। না হলে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। সে জন্য নিয়মিত কাজের জন্য বিট করে যেতে হবে। মনে রাখতে হবে যে কাজটি আপনি পারেন সেই কাজের জন্যই আপনি অ্যাপ্লাই করবেন, অন্যথাই অ্যাপ্লাই করবেন না। কাজ পেয়ে গেলে তা সঠিক ভাবে এবং সময়মতো শেষ করতে হবে।
আপনাকে এই সেক্টরে সফল হতে হলে অব্যশই আপানার সততা, সময় জ্ঞ্যান এবং ধৈর্য শীল হতে হবে।
শুভ কামনা রইল।
English Version:
Web site design:
Web site design is a popular business around the world. If you have experience with web site development, this idea is for you. Now, every small and big company needs a website for their business. The business of this web site design is very much demand in our country. There is a demand for this business not only in our country but all over the world. You can start this business at home or with a small office.
Qualifications: To start this business you must know the work of web site design. For this, you need to have a good idea about various programming languages like HTML, PHP, Javascript, CSS, Database etc.
Potential Capital: Generally 50 thousand to 1 lakh may be required. If you work with the office, then office rent and some other costs will increase.
Where to find work: You can directly contact for work at various institutions in our country. You can also raise clients by promoting your organization’s advertising. You can also promote your organization’s advertising on social media or on popular online sites. And if you want to work overseas in the country, you will need to register on the site and create your portfolio and apply for work. Popular sites are:
- upwork.com
- elence.com
- freelancer.com
- getacoder.com etc.
Regardless of the market place you want to work from, you first need to open an account following their rules. Then you need to create a CV or profile that mentions your work skills. Write on the CV what kind of work you can do or want to do. How many dollars you want in hour for your work. However, it is difficult to get a job in the beginning so it is better to ask for a lower fee. If luck is good you can get a job easily. If not, you may have to wait a few days. You have to be bit for regularly for work. Remember that the job you can apply for the job you can, otherwise you will not apply. Once you got a work, it has to be done correctly and on time.
If you are to succeed in this sector, you must be honest, good time management and patient.
Good luck