লেখা ও অনুবাদ সারা পৃথিবী জুড়ে একটি জনপ্রিয় বিজনেস। আপনার যদি লেখা ও অনুবাদ এর অভিজ্ঞতা থাকে তবে এই আইডিয়াটি আপনার জন্য। আমাদের দেশে লেখক ও অনুবাদকারির চাহিদা অনেক । শুধু আমাদের দেশে না সারা পৃথিবী জুড়ে এই বিজনেস এর চাহিদা রয়েছে। আপনি বাসায় বসে বা ছোট একটি অফিস নিয়ে এই বিজনেস শুরু করে দিতে পারেন।
যোগ্যতাঃ এই বিজনেস শুরু করতে গেলে আপনাকে অবশ্যই লেখালেখির সম্যক ধারনা থাকতে হবে। এ জন্য আপনাকে মিনিমাম ১ টি ভাষার উপর ভালো ধারণা রাখতে হবে।
সম্ভাব্য মূলধনঃ আপনার ভালো মানের কম্পিউটার এবং ইন্টারনেট এর মডেম এবং অনন্যা জিনিসের জন্য সাধারনত ৫০ থেকে ৭০ হাজার টাকা প্রয়োজন হতে পারে। এর সাথে আপনি যদি অফিস নিয়ে কাজ করেন তাহলে অফিস ভাড়া এবং আরও কিছু খরচ বেড়ে যাবে।
কাজ কোথায় পাবেনঃ আপনি আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে সরাসরি কাজের জন্য যোগাযোগ করতে পারেন। আপনি আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমেও ক্লায়েন্ট জোগাড় করতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে বা প্রসিদ্ধ অনলাইন সাইট গুলোতেও আপনি আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। আর দেশে বসে বিদেশের কাজ করতে চাইলে আপনাকে কিছু সাইট এ রেজিস্ট্রেশান করে আপনার পোর্টফলিও তৈরি করে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। জনপ্রিয় সাইট গুলো হল-
- upwork.com
- elence.com
- freelancer.com
- getacoder.com etc.
আপনি যে মার্কেট প্লেস থেকেই কাজ করতে চান না কেন, সবার আগে আপনাকে সেখানকার নিয়ম মেনে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আপনার কাজের দক্ষতা উল্লেখ করে একটি সিভি বা প্রোফাইল তৈরি করতে হবে। সিভিতে লিখুন আপনি কি ধরনের কাজ করতে পারেন বা করতে চান। আপনার ঘণ্টায় বা কাজের বিনিময়ে আপনি কত ডলার চান। তবে শুরুতে কাজ পাওয়া কঠিন তাই পারিশ্রমিক কম চাওয়াই ভালো। ভাগ্য ভালো থাকলে কাজ পেয়ে যেতে পারেন সহজেই। না হলে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। সে জন্য নিয়মিত কাজের জন্য বিট করে যেতে হবে। মনে রাখতে হবে যে কাজটি আপনি পারেন সেই কাজের জন্যই আপনি অ্যাপ্লাই করবেন, অন্যথায় অ্যাপ্লাই করবেন না। কাজ পেয়ে গেলে তা সঠিক ভাবে এবং সময়মতো শেষ করতে হবে।
আবার আপনার নিজের যদি ওয়েব সাইট বা ব্লগ থাকে সেখানে আপনি লেখা লেখি করেও গুগল অ্যাডসেন্স থেকে ভালো টাকা আয় করতে পারবেন।
আপনাকে এই সেক্টরে সফল হতে হলে অব্যশই আপানার সততা, সময় জ্ঞ্যান এবং ধৈর্য শীল হতে হবে।
শুভ কামনা রইল।
Writing and translation:
Writing and translating is a popular business all over the world. If you have experience in writing and translation then this idea is for you. There is a lot of demand for writers and translators in our country. There is a demand for this business not only in our country but all over the world. You can start this business at home or with a small office.
Qualifications: In order to start this business, you must have a good idea of writing. For this you need to have a good idea on at least 1 language.
Potential capital: You may need Tk 50,000 to Tk 60,000 for a good quality computer and internet modem and other things. With this, if you work with an office, the office rent and some other expenses will increase.
Where to get a job: You can contact various organizations in our country directly for work. You can also get clients by advertising your organization. You can also advertise your organization on social media or on popular online sites. And if you want to work abroad in the country, you have to register on some sites, create your portfolio and apply for the job. Popular sites are:
upwork.com
elence.com
freelancer.com
getacoder.com etc.
No matter which marketplace you want to work from, first of all you have to open an account according to the rules there. Then you need to create a CV or profile specifying your work skills. Write in the CV what kind of work you can or want to do. How many dollars do you want in return for your hours or work. However, it is difficult to get a job in the beginning, so it is better to ask for less. If you have good luck, you can easily get a job. Otherwise you may have to wait a while. He has to be beaten for regular work. Remember that you will apply for the job that you can do, otherwise you will not apply. Once you get the job, you have to finish it in the right way and on time.
Again, if you have your own web site or blog, you can earn good money from Google AdSense without writing.
If you want to succeed in this sector, you must have honesty, knowledge of time and patience.
Good luck.