Plastic Recycling Business/ প্লাস্টিক রিসাইক্লিং এর ব্যবসা

দিন দিন আমাদের দেশে প্লাস্টিক এর ব্যবহার আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। এই প্লাস্টিক এর বর্জ্য গুলো আমাদের দেশে রাস্তা ঘাট, নালা, নদী, খেলার মাঠ, পুকুরে, জলাশয়ের পরিবেশ চরম ভাবে বিপন্ন করছে। আমরা যেখানেই তাকাই প্লাস্টিক এর বর্জ্য পড়ে থাকতে দেখা যাচ্ছে।

এই প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং করে আমরা ব্যবসা করতে পারি। ভাঙ্গা বা ব্যবহারিত প্লাস্টিক থেকে আমরা প্লাস্টিকের কুঁচি বা ফ্লেক্স তৈরি করে সরাসরি প্লাস্টিকের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করতে পারি।

ভাঙ্গা বা ব্যবহারিত প্লাস্টিক কোথায় পাবেনঃ

আমাদের আশে পাশের ভাঙ্গারির দোকান থেকে খুব সহজেই ভাঙ্গা বা ব্যবহারিত প্লাস্টিক সংগ্রহ করতে পারি। এই প্লাস্টিক কেজি বা টন হিসেবে সংগ্রহ করতে হয়।

কুঁচি বা ফ্লেক্স তৈরিঃ

প্রথমে প্লাস্টিক গুলো ভালো ভাবে পরিষ্কার করে, ধুয়ে রোদে শুকাতে হয়। প্লাস্টিক গুলোর বিভিন্ন রঙ অনুযায়ী আলাদা আলাদা করে প্লাস্টিক গুলো কার্টার মেশিনে কুঁচি কুঁচি করে কেটে আবার হালকা শুকিয়ে প্যকেট বা বস্তায় ভরে বাজারজাত করতে হয়। প্লাস্টিক এর কুঁচি বা ফ্লেক্স তৈরি করা খুবই সহজ। কোয়ালিটি বেধে এই প্লাস্টিক গুলোর কাঁচামাল ১৫ থেকে ২৫ টাকা কেজি তে কিনতে পাওয়া যায়। কাঁচামাল কম দামে সংগ্রহ করতে পারলে এই ব্যবসায় খুব সহজেই সফল হওয়া যায়।   

যন্ত্রপাতি ও মূল্যঃ

 কুঁচি বা ফ্লেক্স তৈরি করতে মুলত কার্টার মেশিনের প্রয়োজন। চায়নিস বা ইন্ডিয়ান মেশিন কিনতে পাওয়া যায় ১ থেকে ১.৫০ লক্ষ টাকায়। কিন্তু আমাদের ঢাকার বিভিন্ন কাঁরখানায় এই মেশিন তৈরি করে নিলে খরচ ও কম পরে এবং ভালো মানের মেশিন পাওয়া যায়।  ঢাকার লালবাগ, চকবাজার, কামড়াঙ্গীর চর, হাজারীবাগ এলাকায় বিভিন্ন কাঁরখানায় কার্টার মেশিনের অর্ডার দিলে ২ থেকে ৩ দিনের মধ্যে মেশিন পাওয়া যায়।  মেশিনের সাইজ অনুযায়ী এর মূল্য নির্ধারিত হয়। আপনার পুঁজি বেশি থাকলে প্লাস্টিক ওয়াসার মেশিন ও কিনতে পারেন।  ভাঙ্গা বা ব্যবহারিত প্লাস্টিক প্রথমে পরিষ্কার করতে এই মেশিন কাজে লাগাতে পারেন। এতে আপনার লেবার খরচ কম পরবে এবং কম সময়ে বেশি প্লাস্টিক পরিষ্কার করতে পারবেন। এই মেশিন গুলো চালাতে বিদ্যুৎ এর প্রয়োজন হয়।

কুঁচি বা ফ্লেক্স ক্রেতাঃ

আমাদের দেশের বিভিন্ন জেলা শহরে, ঢাকার লালবাগ, চকবাজার, কামড়াঙ্গীর চর, হাজারীবাগ এলাকায় বিভিন্ন কাঁরখানায় প্লাস্টিক এর পণ্য তৈরি হয়। এই সব কাঁরখানায় প্রচুর পরিমানে প্লাস্টিক এর কুঁচি বা ফ্লেক্স প্রয়োজন হয়। আপনি আপনার পণ্য ওই সব কাঁরখানায় বিক্রয় করতে পারবেন।

আয়ঃ

এই ব্যবসায় লাভ অনেক। প্রায় দ্বিগুণ। এই ব্যবসার আয় আপনার উপর নির্ভর করে। আপনি কত টাকা বিনিয়োগ করবেন সেই অনুযায়ী আপনার লাভ হবে। আপনি মাঝারী মানের কারখানা প্রতিষ্ঠা করতে পারলে মাসে ১ থেকে ১.৫০ লক্ষ টাকা আয় করা সম্ভব।

আপনাকে যা করতে হবেঃ এই ব্যবসা শুরু করতে চাইলে প্রথমে আপনাকে এই জাতীয় ব্যবসার কাঁরখানা ভিজিট করতে হবে। কাঁরখানা ভিজিট করলে আপনি সম্যক ধারনা পাবেন।

শুভ কামনা রইল।

English Version

The use of plastic is increasing alarmingly in our country day by day. These plastic wastes are endangering the environment of roads, drains, rivers, playgrounds, ponds and water bodies in our country. Plastic waste is everywhere we look. We can do business by recycling this plastic waste. From broken or used plastic we can make plastic chips or flakes and sell them directly to the manufacturer of plastic products.

Where can you find broken or used plastic:
We can easily collect broken or used plastic from the nearby Bhangari shop. This plastic is to be collected as kg or ton. Making flakes first the plastics are cleaned well, washed and dried in the sun. According to the different colors of the plastics, the plastics have to be cut into small pieces in a carter machine and then lightly dried and packed in packets or bags. It is very easy to make plastic wrap or flex. Depending on the quality, the raw material of these plastics can be bought at 15 to 25 Taka per kg. If you can procure raw materials at low prices, you can easily succeed in this business.

Equipment and price:
Basically a Carter machine is needed to make kunchi or flex. Chinese or Indian machines are available for Taka 1 to 1.50 lakh. But if we make these machines in different factories of Dhaka, we can get good quality machines at low cost. Carter machines are available in different factories in Lalbagh, Chawkbazar, Kamrangir Char and Hazaribagh areas of Dhaka within 2 to 3 days. Its price is determined according to the size of the machine. If you have more capital, you can also buy plastic washer machine. You can use this machine to clean broken or used plastic first. This will reduce your labor costs and allow you to clean more plastic in less time. These machines require electricity to operate.

Groove or flex buyer:
Plastic products are manufactured in different factories in different district cities of our country, Lalbagh, Chawkbazar, Kamrangir Char, Hazaribagh areas of Dhaka. All these factories require a lot of plastic flakes. You can sell your product in all those factories.

Income:
There are many benefits to this business. Almost double. The income of this business depends on you. You will benefit according to how much money you invest. If you can set up a medium quality factory, it is possible to earn 1 to 1.50 lakh taka per month.

What you need to do: If you want to start this business, first you have to visit this kind of business workshop. If you visit this like of workshop you will get a good idea.

Good luck.