Coffee House / কফি হাউস

কফি পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। আমাদের দেশের বিভিন্ন শহর গুলোতে বিভিন্ন শপিং মলে বা এর আশে পাশে অনেক গুলো কফি হাউস গড়ে উঠেছে। বিশেষ করে বনানী, গুলশান, ধানমন্ডি, উত্তরা, বেইলী রোড, খিলগাঁও এর তালতলা তে প্রচুর কফি হাউস গড়ে উঠেছে। এর চাহিদা প্রচুর। সাথে ফাস্ট ফুড থাকলে ত আরও ভালো। এই ব্যবসায় মূলধনও কম লাগে। তাই এর চাহিদার কথা চিন্তা করে এই ব্যবসাটাও শুরু করতে পারেন।

স্থায়ী মূলধনঃ

১ টি কফি বানানোর মেশিন – ২৫,০০০ থেকে ৩৬,৫০০ টাকা (কোম্পানি হিসেবে কম বেশি হতে পারে), ডেকোরেশন ১ লাখ থেকে ১.৫০ লাখ টাকা, অগ্রিম ভাড়া ২-৩ লাখ টাকা (এলাকা ভেদে কম বেশি হতে পারে)। মোট স্থায়ী মূলধন ৩ থেকে ৪ লাখ টাকা।

চলমান মূলধনঃ

দোকান ভাড়া ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা (এলাকা ভেদে কম বেশি হতে পারে), কর্মচারীর বেতন ৮,০০০ থেকে ১০,০০০ টাকা করে (২ জন), দুধ, চিনি, কফি ইত্যাদি ১০,০০০ থেকে ১২,০০০ টাকা, বিদ্যুৎ ও অন্যান্য ৩,০০০ টাকা। মোট চলমান মূলধন ৩১,০০০ থেকে ৪০,০০০ টাকা। 

আয়ঃ

কফি হাউসের ব্যবসায় লাভ অনেক। কমপক্ষে ৫০ ভাগ লাভ থাকে। যত বেশি বিক্রয় লাভের হার ততো বেশি হবে।  কাস্টমার সার্ভিস খুবই ইম্পরট্যান্ট। যত ভালো কাস্টমার সার্ভিস দিতে পারবেন ততো বেশি ব্যবসা জমাতে পারবেন।

কফি বানানোর মেশিন কোথায় পাবেনঃ

যেকোনো বড় ইলেকট্রনিক্স এর দোকানে ইলেকট্রিক কেটলি পাবেন।

কফি হাউসের ব্যবসা হতে পারে আপনার ফুল  টাইম ব্যবসা। আপনি ম্যানেজার নিয়োগ করেও এই ব্যবসা চালাতে পারেন।

শুভ কামনা রইল।

English Version:

It’s hard to find people who don’t like coffee. Many coffee houses have sprung up in or around shopping malls in different cities of our country. Especially in Banani, Gulshan, Dhanmondi, Uttara, Bailey Road, Taltola of Khilgaon, many coffee houses have been built. There is a lot of demand for it. It is better to have fast food with it. This business also requires less capital. So you can start this business by thinking about its needs.
Fixed capital:
1 coffee making machine – Tk. 25,000 to Tk. 36,500 (may be more or less as a company), decoration Tk. 1 lakh to Tk. 1.50 lakh, advance rent Tk. Total fixed capital is 3 to 4 lakh taka.
Working capital:
Shop rent Tk 10,000 to Tk 15,000 (may vary depending on the area), employee salary Tk. 8,000 to Tk. 10,000 (2 persons), milk, sugar, coffee etc. Tk. 10,000 to Tk. 12,000 , Electricity and other 3,000 taka. Total working capital is Tk. 31,000 to Tk. 40,000.
Income:
Coffee house business is very profitable. There is at least 50 percent profit. The higher sales, higher profit rate. Customer service is very important. The better customer service you can provide, the more business you can accumulate.
Where can you find a coffee making machine:
You will find electric kettles in any major electronics store. Coffee house business can be your full time business. You can also run this business by hiring a manager.

Good luck.