Plastic Recycling Grain Making Business/ প্লাস্টিক রিসাইক্লিং করে দানা তৈরির ব্যবসা

প্লাস্টিক রিসাইক্লিং করে দানা তৈরির ব্যবসাটি খুবই লাভ জনক ব্যবসা। এর আগে আমরা দেখিয়েছি কিভাবে প্লাস্টিক রিসাইক্লিং করে আমরা প্লাস্টিক এর কুঁচি বা ফ্লেক্স তৈরি করতে পারি। এইপর্যায়ে প্লাস্টিক রিসাইক্লিং করে কিভাবে দানা তৈরি করতে হয় তা জানবো। তার আগে প্লাস্টিক এর কুঁচি বা ফ্লেক্স তৈরি করা আরেক বার সংক্ষিপ্ত আকারে দেখে নেই। 

ভাঙ্গা বা ব্যবহারিত প্লাস্টিক কোথায় পাবেনঃ

আমাদের আশে পাশের ভাঙ্গারির দোকান থেকে খুব সহজেই ভাঙ্গা বা ব্যবহারিত প্লাস্টিক সংগ্রহ করতে পারি। এই প্লাস্টিক কেজি বা টন হিসেবে সংগ্রহ করতে হয়।

কুঁচি বা ফ্লেক্স তৈরিঃ

প্রথমে প্লাস্টিক গুলো ভালো ভাবে পরিষ্কার করে, ধুয়ে রোদে শুকাতে হয়। প্লাস্টিক গুলোর বিভিন্ন রঙ অনুযায়ী আলাদা আলাদা করে প্লাস্টিক গুলো কার্টার মেশিনে কুঁচি কুঁচি করে কেটে আবার হালকা শুকিয়ে প্যকেট বা বস্তায় ভরে দানা তৈরি করতে দানা তৈরির মেশিনে দিতে হয়।

প্লাস্টিক এর দানা তৈরিঃ

প্লাস্টিকের কুঁচি বা ফ্লেক্স গুলো দানা তৈরির মেশিনে দিয়ে প্রথমে সুতা তৈরি করতে হয়। এর পর সুতা গুলো ঠাণ্ডা করে একই মেশিনে ছোট ছোট করে কেটে দানা আকারে তৈরি করতে হয়। তারপর প্লাস্টিকের পণ্য তৈরির কাঁরখানায় এই প্লাস্টিক দানা বিক্রয় করতে হয়।

এই প্লাস্টিক দানার চাহিদা অনেক। প্লাস্টিকের পণ্য তৈরির কাঁরখানায় এর এতো বেশি চাহিদা যে কাঁরখানার মালিকরা দানা কেনার জন্য টাকা অগ্রিম প্রদান করে থাকে।   

যন্ত্রপাতি ও মূল্যঃ

দানা তৈরি করতে আলাদা মেশিনের প্রয়োজন। চায়নিস বা ইন্ডিয়ান মেশিন কিনতে পাওয়া যায় ১ থেকে ১.৫০ লক্ষ টাকায়। কিন্তু আমাদের ঢাকার বিভিন্ন কাঁরখানায় এই মেশিন তৈরি করে নিলে খরচ ও কম পরে এবং ভালো মানের মেশিন পাওয়া যায়।  ঢাকার লালবাগ, চকবাজার, কামড়াঙ্গীর চর, হাজারীবাগ এলাকায় বিভিন্ন কাঁরখানায় দানা তৈরির মেশিনের অর্ডার দিলে ২ থেকে ৩ দিনের মধ্যে মেশিন পাওয়া যায়।  মেশিনের সাইজ অনুযায়ী এর মূল্য নির্ধারিত হয়।

আয়ঃ

লাভ প্রায় দ্বিগুণ। আপনি কত টাকা বিনিয়োগ করবেন সেই অনুযায়ী আপনার লাভ হবে। আপনি মাঝারী মানের কারখানা প্রতিষ্ঠা করতে পারলে মাসে ১ থেকে ১.৫০ লক্ষ টাকা আয় করা সম্ভব।

আপনাকে যা করতে হবেঃ এই ব্যবসা শুরু করতে চাইলে প্রথমে আপনাকে এই জাতীয় ব্যবসার কাঁরখানা ভিজিট করতে হবে। কাঁরখানা ভিজিট করলে আপনি সম্যক ধারনা পাবেন। বেশির ভাগ কাঁরখানা গুলো ঢাকার লালবাগ, চকবাজার, কামড়াঙ্গীর চর, হাজারীবাগ এলাকায় রয়েছে।

শুভ কামনা রইল।

English Version

The business of making grain by recycling plastics is a very lucrative business. We have already shown how we can make plastic flakes by recycling plastics. At this stage we will learn how to make grain by recycling plastics. Before starting this we can see again shortly that how to make groove of flex.

Where can you find broken or used plastic:
We can easily collect broken or used plastic from the nearby Bhangari shop. This plastic is to be collected as kg or ton.

Making flakes:
First the plastics are cleaned well, washed and dried in the sun. According to the different colors of the plastics, the plastics have to be cut into small pieces in a carter machine and then lightly dried and packed in bags or sacks and given to the grain making machine.

Making plastic granules:
The plastic yarns or flakes are first made into yarn with a granulation machine. After that the yarns are cooled and cut into small pieces in the same machine. Then these plastic granules are sold in plastic product making workshops. There is a lot of demand for these plastic granules. There is so much demand for it in plastic product making workshops that workshop owners pay in advance to buy grain.

Equipment and price:
Separate machines are needed to make the grains. Chinese or Indian machines are available for Tk 1 to 1.50 lakh. But if we make these machines in different factories of Dhaka, we can get good quality machines at low cost. In Lalbagh, Chawkbazar, Kamrangir Char, Hazaribagh areas of Dhaka, machines for making grains are available in 2 to 3 days. Its price is determined according to the size of the machine.

Income:
Profit almost doubled. You will benefit according to how much money you invest. If you can set up a medium quality factory, it is possible to earn 1 to 1.50 lakh taka per month.

What you need to do:
If you want to start this business, first you have to visit this kind of business workshop. If you visit workshop, you will get a good idea. Most of the factories are located in Lalbagh, Chawkbazar, Kamrangir Char and Hazaribagh areas of Dhaka.

Good luck.