আমাদের দেশে গাড়ির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই সব গাড়ির সার্ভিসিং এর ব্যবসাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আজকের আমাদের ব্যবসার আলোচনার বিষয় হলো অটোমোবাইল সার্ভিসিং এর ব্যবসা।
কিভাবে শুরু করতে হয়ঃ
এই ব্যবসার শুরুতে আপনাকে অটোমোবাইল সার্ভিসিং করে এমন প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি ব্যবসার সম্যক ধারনা নিতে হবে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করলে এ ব্যবসায় ভালো করা যাবে। প্রথমে আপনাকে এমন একটি জায়গা নিতে হবে যেখানে প্রচুর গাড়ির সমাগম হয়। গাড়ি সার্ভিসিং করার মত খালি জায়গা থাকে। তারপর আপনাকে একজন দক্ষ অটোমোবাইল ইঞ্জিনিয়ার ও মেকানিক নিয়োগ করতে হবে। এরাই মুলত আপনার ব্যবসার কাজ গুলো করবে। এটি একটি সেবা মুলক ব্যবসা। তাই আপনার সেবা যতো ভালো হবে, আপনার ফিক্সড কাস্টমার ও ততো বাড়বে। আপনি যতো বেশি সেবা দিতে পারবেন ততো বেশি ব্যবসায় সফল হবেন এবং আয়ও ততো বেশি হবে।
মূলধনঃ এখানে জমি লিজ নিতে বেশ কিছু টাকা লাগবে স্থান বেধে। আর মোটামুটি ১.৫০ থেকে ২ লক্ষ টাকায় এই ব্যবসায় শুরু করতে পারবেন। সাথে যদি কিছু পার্টস রাখেন তাহলে আর বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে।
আয়ঃ এই ব্যবসায় থেকে আয় বেশ ভালই। মাসে ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা আয় করা সম্ভব। আপনি নিজে যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ার হোন তাহলে এখান থেকে আর বেশি আয় করা সম্ভব।
শুভ কামনা রইল।
English Version
The number of cars in our country is increasing day by day and the business of servicing all these cars is also increasing day by day. So the topic of our business discussion today is the business of automobile servicing.How to get started:At the beginning of this business, you need to go to the company that provides automobile servicing and get a comprehensive idea of the business directly. This business can be done well by doing automobile engineering course. First you need to take a place where lots of cars converge. There is space for car servicing. Then you need to hire a skilled automobile engineer and mechanic. They will do basically the work of your business. This is a service oriented business. So the better your service, the more your fixed customers will grow. The more services you can provide, the more successful the business will be and the higher the income.
Capital: It will take some money to lease land here. And you can start this business for around 1.50 to 2 lakh taka. If you keep some parts with you, you will need more investment.
Income: The income from this business is quite good. It is possible to earn Tk 1 lakh to 3 lakh per month. If you are an automobile engineer then it is possible to earn more from here.
Good luck.